ক্যাবের প্রতিবাদে উঠল কলম
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ
নাগরিকত্ব বিল পাশ হয়ে গিয়েছে। তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে
বিক্ষোভ। কোথাউ রাস্তা আটকে , রেললাইন অবরোধ করে আবার কোথাউ বিক্ষোভ দেখিয়ে চলছে
নানা ভাবে প্রতিবাদ । তবে বাংলার সাহিত্যিক তথা সমালোচক শঙ্খ ঘোষ নিজের কলম চালিয়ে
ক্যাব এবং নাগরিকত্বপুঞ্জির বিরুদ্ধে তিব্র প্রতিবাদ করেন । কেন্দ্রের বিরুদ্ধে
সমস্ত বিরোধী দলের কথা মাথায় রেখে এমন একটি কবিতা লিখেছেন যাতে বার বার একটি
সুরক্ষিত বাসস্থানের কথা উল্লেখ করা হয় ।
লেখক- শঙ্খ ঘোষ
কবিতা-
“আমারই হাতের স্নেহে ফুটেছিল এই গন্ধরাজ
যে–কোনো ঘাসের গায়ে আমারই
পায়ের স্মৃতি ছিল
আমারই তো পাশে পাশে জেগেছিল
অজয়ের জল
আবারও সে নেমে গেছে আমারই চোখের ছোঁয়া নিয়ে
কোণে পড়ে–থাকা ওই দালানে দুপুরে
ভাঙা থামে
ভাঙা থামে
আমারই
নিঃশ্বাস থেকে কবুতর তুলেছিল স্বর
শালবন–পেরনো
শালবন–পেরনো
এ
খোলা মাঠে মহফিল শেষে
নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ।
নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ।
তোমাদের পায়ে পায়ে আমারও
জড়ানো ছিল পা ।
তোমরা জানোনি তাকে,
ফিরেও চাওনি তার দিকে,
দুধারে তাকিয়ে দেখো,
ভেঙে আছে সবগুলি সাঁকো।
কোনখানে যাব আর যদি আজ চলে
যেতে বলো।
গোধূলি রঙিন মাচা,
ও পাড়ায় উঠেছে আজান
এ–দাওয়ায় বসে ভাবি দুনিয়া আমার মেহমান।
এখনও পরীক্ষা চায় আগুন সমাজ
এ–মাটি আমারও মাটি সেকথা
সবার সামনে কীভাবে প্রমাণ করব আজ।“
-
সংগৃহীত (Kolkata24*7)
এর আগে বহুবার তাঁর কলম
গর্গে উঠেছে সমাজের নানা প্রকার দাবির বিরুদ্ধে। সারা দেশ জুড়ে ডাক্তারদের
কর্মবিরতি চলাকালীন এবং পাশ্বশিক্ষিকাদের অনটনের বিষয়েও তিনি তাঁর কবিতার মাধ্যমে
প্রতিবাদ করেছেন। এবার দেশের নাগরিকত্ব রক্ষার ক্ষেএে একটি কবিতা লিখে ফেললেন।
তাঁর লেখা এই কবিতা নিয়ে বাংলা সাহিত্য জগতে বেশ সাড়া পড়ে গেছে ।
Comments
Post a Comment