“দোষীদের শাস্তি চাই”


নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ দিল্লির নির্ভয়া কান্ডের পর হায়দ্রাবাদ এবং কালিঘাটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। তারই প্রতিবাদে শনিবার হিন্দ প্রেক্ষাগৃহের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য ছাএ পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ দেখান হয় । পথ আটকে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । হায়দ্রাবাদের এক পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেডডিকে নৃশংসভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা এবং  কালিঘাটের দুই নাবালিকাকে ধর্ষণ করা নিয়ে দেশ জুড়ে উঠছে তুমুল প্রতিবাদের ঝড়। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর,রাষ্ট্রপিতা জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে কে দেশভক্ত বলে যে মন্তব্য করেছেন তার  প্রতিবাদে প্রজ্ঞা ঠাকুরের কুশপুতুল জ্বালিয়ে দেওয়া হয় । এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে বার বার অবিলম্বে দোষীদের শাস্তি এবং রাজ্য ও কেন্দ্র সরকারের নারী সুরক্ষায় ব্যর্থতার জন্য অবিলম্বে পদত্যাগ চাই বলে দাবি জানানো হয় ।




Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ