খেলার ফাঁকে মায়ের দায়িত্ব পালন
স্বর্ণবী বোস, মণিপুরঃ  ভলিবল খেলার চর্চার ফাঁকে নিজের সন্তানের প্রতি দায়িত্ব পালন করলেন মিজোরামের একজন মহিলা খেলোয়াড় । সাতমাসের সন্তানকে নিয়ে মাঠে আসেন তিনি। তারপর প্র্যাকটিসের ফাঁকে তার সন্তানকে স্তন পান করালেন তিনি । সোশ্যাল মিডিয়ায় সেই মুহুর্তের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের বহু জায়গায় । মিজোরামের ক্রীড়া মন্ত্রী রবার্ট রোমাইয়া রয়েট এই খেলোয়াড়ের এইরূপ মাতৃ স্নেহের ছবি দেখে মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 মিজোরামের লালভেন্টুলুয়াঙ্গিতে বাস এই খেলোয়াড়ের। তিনি মিজোরামের তুইকুম ভলিবল টিমের সদস্য। তিনি তার ভলিবল চর্চার মাঝে স্বল্প সময়ের  বিরতি নিয়ে খেলার মাঠে তার মাসের সন্তানকে স্তন পান করাচ্ছিলেন, সেই মূহূর্তটি ক্যামেরা বন্দি করে নিঙ্গলু হাঙ্ঘাল। খুব সুন্দর একটি ক্যাপশন দিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড ও করা হয় । নিজের পেশার পাশাপাশি নিজের আপনজনদের প্রতি কর্তব্য পালনের কথা লোকে ভুলে যাচ্ছে আজ। মিজোরামের এই ভলিবল খেলোয়াড় ঠিক তার কর্তব্য পালন করে নজির তৈরি করলেন।




Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো