যঞ্জ করে বাংলায় শান্তি কামনা

মনোজ দাস, কামারহাটিঃ সারা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলছে উত্তাল । বাংলায় যাতে NRC,CAB এবং CAA না হয় তার জন্যে রাজ্য জুড়ে মিছিল প্রতিবাদ করা হয় । তবে কামারহাটিতে এক অভিনব উপায়ে বাংলায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যঞ্জ করে প্রতিবাদ জানালেন কামারহাটি পৌরসভার পৌরপারিষদ বিমল সাহা । সারাদিন ব্যাপী চলে এই দিনের পূজো। পূজোর শেষে এলাকাবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় ।  





Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ