কাদিহাটিতে
তৃণমূল-বিজেপি সংঘর্ষ
নিজস্ব
প্রতিবেদন, দমদমঃ রাস্তার বেহাল দশা নিয়ে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বচসা। তার
জেরেই এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষের সৃষ্টি হয় । ঘটনাটি ঘটেছে দমদম পৌরসভার অন্তর্গত নারায়ণ পুর কাদিহাটি এলাকায় ।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব কুমার রায়ের বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীদের
ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। এমনকি তিনি দলীয় কর্মীদের নিয়ে বিজেপির লোকেদের ওপর
মারধর চালান বলে অভিযোগও ওঠে ।
এদিন সকাল বেলা এলাকা সংলগ্ন রাস্তা
সংস্কারের দাবিতে দেওয়ালে দেওয়ালে পোষ্টার লাগালে গেলে বাঁধা দেয় তৃণমূল কর্মীরা ।
কিছুক্ষণের মধ্যে একদল লোক হইহই করতে করতে ছুটে আসে। এবং বাঁশ লাঠি যে যা পেয়েছে
তাই দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় । এমনকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে
লঙ্কার গুড়ো ছেটানোর অভিযোগও কিন্তু ওঠে ।
Comments
Post a Comment