নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃফের রাজ্য জুড়ে NRC এবং CAB এর প্রতিবাদে বিক্ষোভ দেখালো ছাএরা । আজ কলেজ
স্ট্রীটে যাদবপুর , কলকাতা বিশ্ববিদ্যালয় এবং SIO এর সদস্যরা রাস্তা আটকে কেন্দ্রের বিরুদ্ধে
বিক্ষোভ দেখায় ।
সায়ন দেবনাথ , কলকাতা: বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস ও প্রয়াণ দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আমাদের রাজ্যেও সর্বত্র পালিত হচ্ছে চিকিৎসক দিবস দিনটি। বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী'র উদ্যোগে এদিন বেলেঘাটা সি আই টি রোডে বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের মধ্যে উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্য এবং সদস্যারা। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রধান উপদেষ্টা অশোক মজুমদার, মিহির বালা, ইন্দ্রানী বালা, স্বপন ভট্টাচার্য্য এবং আল্পনা বন্দ্যোপাধ্যায়। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৫ তম বর্ষে পদার্পন করলো। এদিনের অনুষ্ঠানে ১০০ জন শিশু এবং তাদের অভিভাবকগন সকলেই এই উদ্যোগের প্রসংশা করেন। এই কাজে দুই হাসপাতালের কতৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডাঃ বি সি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ দিলীপ পাল এই মহ...
ঈশানী মল্লিক, মদনপুর : গত কয়েক দিন আগেই মনসা মায়ের পুজো সম্পন্ন হল। আবারও আগামী বিশ্বকর্মা পুজোর সময় মা মনসার পুজো আসছে। এছাড়া সারা বছরই এই দেবীর পুজো করা হয়। পুজোর আগে এই পুজোর মাহাত্ম্য রইল। মনসা দেবী হলেন লোকবিশ্বাসের এক প্রাচীন দেবী, যিনি সাপের দেবী হিসেবে পরিচিত। বাংলার লোককথা, মঙ্গলকাব্য ও গ্রামীণ আচার-অনুষ্ঠানে মনসা দেবী বিশেষভাবে পূজিত হন। দেবী মনসাকে সাধারণত সাপের আভাসে বা মাথায় ফণাযুক্ত সাপসহ চিত্রিত করা হয়। তাঁর পূজা মূলত সাপের দংশন থেকে রক্ষা, পরিবার ও সন্তানের মঙ্গল, কৃষিক্ষেত্রে সমৃদ্ধি এবং বংশবৃদ্ধির আশীর্বাদ লাভের উদ্দেশ্যে করা হয়। মনসা পূজার ইতিহাস প্রাচীন শিকড়: মনসা দেবীর পূজা আর্য-অনার্য যুগের মিলিত প্রভাবে গড়ে উঠেছে। গ্রামীণ সমাজে যেখানে সাপের উপদ্রব ছিল প্রবল, সেখানে সাপদেবীকে রুষ্ট না করতে বা সাপের ভয় থেকে রক্ষা পেতে এই পূজা শুরু হয়। মঙ্গলকাব্যে মনসা: মনসামঙ্গল কাব্য (বিপ্রদাস, বিজয় গুপ্ত, নারায়ণ দেব প্রমুখ কবিদের রচনা) মনসা দেবীর কাহিনীকে জনপ্রিয় করে তোলে। কাহিনীতে বলা আছে, বেহুলা-লখিন্দর ও চাঁদ সদাগরের কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। চাঁদ সদাগ...
ঈশানী মল্লিক ,কলকাতা : হাতে গোনা মাত্র আর কয়েক সপ্তাহ। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যার জন্যে গোটা এক বছর ধরে জমে অনেক পরিকল্পনা সাথে উন্মাদনাও। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন রবীবাসরীয়র সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে সকল উদ্যোক্তারা সামিল হন পুজোর প্রস্তুতিতে। ঢাকের বাদ্য , শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধুর সুরে জমে উঠল মহিলা পরিচালিত পল্লিশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজামণ্ডপ এর প্রাঙ্গণ। পূজার্চনার মঙ্গলধ্বনি , ভক্তজনের অর্ঘ্য নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি। শাস্ত্র মতে , পূজামণ্ডপ নির্মাণের পূর্বে এই খুঁটি পুজো শুভ সূচনার প্রতীক। সেই মত এই আয়োজন। সেখানে এলাকার মানুষেরাও সামিল হন। কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস সহ এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবি মেডিকেল বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার দে সহ বহু বিশিষ্ট ব্যাক্তিওত্...
Comments
Post a Comment