৯ মাস পরে বাড়ি ফেরা

নিজস্ব প্রতিবেদন, বিহারঃ দেশ জুড়ে মহিলারা সুরক্ষিত নয় । সমস্ত ক্ষেএে নারী সুরক্ষার হেল্পলাইন নম্বর থাকলেও ঠিকভাবে মহিলারা হয় না উপকৃত । আবার সমাজে নারী নির্যাতন অথবা পুড়িয়ে মারা কিংবা খুন করার ছবি পরিচিত হলেও আজও কিছু মানুষের জন্যে তারা সুরক্ষিত । 
    
     বিভিন্ন সময় বহু মানুষদের জীবনে ঘটে যাওয়া নানা সমস্যা দূর করতে হাজির হন মালদার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । জামুন যাদব নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি ফিরিয়ে আনল তারাশঙ্কর চ্যারি টির সদস্যরা। জানা যায়, তিনি বিহারের জাহানাবাদ জেলার টেকুইরা গ্রামের বাসিন্দা ।
   
     বেশ কিছুদিন ধরে মালদা জেলার হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ এরিয়াতে ঘুরতে দেখা যাচ্ছিলো বছর পয়এিরিশের এই মহিলাকে। এলাকার কিছু মানুষ এই সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে জানালে তারা এসে জামুন দেবীকে উদ্ধার করে তারাশঙ্কর চ্যারিটির হাত ধরে বাড়ি ফেরা এবং নতুন পোশাকে সেজে ওঠেনও জামুন দেবী । পরিবারের সদস্যরা তাঁকে ৯ মাস বাদে ফিরে পেয়ে খুবই খুশি । 



Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক