এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ রাজ্যসভায় এনআরসি এবং সিএবি বিল পাশ হওয়ার সাথে সাথে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে উত্তাল তাই এনআরসি র প্রতিবাদে এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটি মোড়ে সিপিএমএর কর্মীরা মিলে বিক্ষোভ দেখান । এদিনের এই বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় সরকারের দাবি না মানার হুংকারও দেওয়া হয় । কামারহাটি অতিথি আবাসনের সামনে বেশ কিছুক্ষণ চলে এই মিছিল। বিটি রোড আটকে রাস্তা জুড়ে দলীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ মিছিল হয় । তবে স্থাণীয় থানার পুলিশ এলে ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো