এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ রাজ্যসভায় এনআরসি
এবং সিএবি বিল পাশ হওয়ার সাথে সাথে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে উত্তাল । তাই
এনআরসি র প্রতিবাদে এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটি মোড়ে
সিপিএমএর কর্মীরা মিলে বিক্ষোভ দেখান । এদিনের এই বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয়
সরকারের দাবি না মানার হুংকারও দেওয়া হয় । কামারহাটি অতিথি আবাসনের সামনে বেশ
কিছুক্ষণ চলে এই মিছিল। বিটি রোড আটকে রাস্তা জুড়ে দলীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ
মিছিল হয় । তবে স্থাণীয় থানার পুলিশ এলে ঘটনাটি নিয়ন্ত্রণে আসে।
Comments
Post a Comment