শরৎের গানে বিজয়া উৎযাপন
দীপঙ্কর দত্ত, শরৎচন্দ্র বাসভবনঃ পূজো চলে গেলেও তার আমেজ কিন্তু এখনও যায়নি। সেই রকমই পূজোর আমেজ নিয়ে দোলন চাঁপা ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হল শারদীয়া সাংস্কৃতিক উৎসব । বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ । এটা আমরা রীতি অনুযায়ী মেনে চলি । সেই রকম ভাবেই বাচ্চা থেকে বয়স্ক সকলকে নিয়ে পূজোর গানে সুরে জমে উঠেছিল এই অনুষ্ঠান । কাজী নজরুলের লেখা বিভিন্ন গান নিয়ে সেজে উঠেছিল এদিনের এই সাংস্কৃতিক মহল । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বহু সংগীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
দীপঙ্কর দত্ত, শরৎচন্দ্র বাসভবনঃ পূজো চলে গেলেও তার আমেজ কিন্তু এখনও যায়নি। সেই রকমই পূজোর আমেজ নিয়ে দোলন চাঁপা ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হল শারদীয়া সাংস্কৃতিক উৎসব । বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ । এটা আমরা রীতি অনুযায়ী মেনে চলি । সেই রকম ভাবেই বাচ্চা থেকে বয়স্ক সকলকে নিয়ে পূজোর গানে সুরে জমে উঠেছিল এই অনুষ্ঠান । কাজী নজরুলের লেখা বিভিন্ন গান নিয়ে সেজে উঠেছিল এদিনের এই সাংস্কৃতিক মহল । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বহু সংগীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
Comments
Post a Comment