Posts

Showing posts from October, 2019
Image
সমাজ সংস্কৃতি উৎসব নিজস্ব প্রতিবেদন, শ্যামনগর,১৯ শে অক্টোবরঃ সমাজের সমস্ত সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে উত্ত্র ২৪ পরগণা জেলার শ্যামনগরের রবীন্দ্র ভব০অনে আয়োজন করা হয় সমাজ সংস্কৃতি উৎসব ২০১৯। সারাদিন ব ইয়াপী চলে এই উৎসব। নাচ, গান, আঁকা, আবৃত্তি, বাহ্যিক কলা - নানা বিষয়ে নিজেদের প্রতিভা উপস্থাপনেরজন্যে এটা ছিল একটা সুযোগ মঞ্চ। কলকাতায় টাকার বড় অঙ্কের বিনিময়ে না করে কম বাজেটের এই অনুষ্টান সূচিত হয়। এদিন এই অনুষ্ঠানে সমস্ত শিল্পীদের বিভিন্ন বিষয়ে পুরষ্কৃত করা হয়। গৌতম, পালের পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গায়িকা রুমা মন্ডল। এই অনুষ্ঠানে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হয়।
Image
বিনা মুল্যে স্বাস্থ্য শিবির  দেবদীপ সরকার, ২১শে অক্টোবর, নিউ ব্যারাকপুরঃ যখন সারা রাজ্য জুড়ে চলছে বিজয়া দশমী  উপলক্ষে নানা অনুষ্ঠান ঠিক সেই সময় দাঁড়িয়ে বিনা মুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়াল অগ্রণী সংঘ। শনিমার নিউ ব্যারাকপুরের ৭ ং রেল গেটের সামনে অগ্রণী সংঘের পরিচালনায় সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১২০ জন সাধারণ মানুষ এদিন এই পরষেবা পান । চক্ষু পরীক্ষা থেকে শুরু করে সুগার, ব্লাড প্রেসার এবং ইসিজি করার জন্যে সু ব্যবস্থা করা হয়। কোন অর্থের বিনিময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে অর্থহীন ভাবে এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিয়েছে এই সংগঠন। নানা রকম সামাজিক দায়িত্ব বোধের মধ্য দিয়ে সারা বছর কাটে অগ্রণী সংঘের। তাই বিনা মুল্যে স্বাস্থ্যের খবর রাখা তাদের কাছে খুব একটা কঠিন কাজ না। তবে আগামী দিনগুলোতেও যাতে এই সংঘকে এই ভাবে পাশে পেতে আশাবাদী এলাকাবাসী। এদিন এই স্বাস্থ্য শিবিরের  উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শান্তি রঞ্জন বোস মহাশয়।  তিনিও অগ্রণী সংঘের পাশে  থাকবেন বলে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Image
জামিন পেলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়! নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ২১শে অক্টোবরঃ  বৃহষপিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন পানিহাটি পুরসভার প্রাক্তন পৌরপিতা তথা কংগ্রেস নেতা সন্ময় ব্যানার্জী। ঠিক কি কারণে তাঁকে পুরুলিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেন স বিষয়ে রয়েছে নানা মতামত। তবে শুনানির আগে রবিবার রাতে তাঁকে  থানা থেকে ছেড়ে দেওয়া হয়। দলীয় নেতার জামিন হওয়ায় পুরুলিয়া থানা থেকে তাঁকে মালা পরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র জানান, "সত্যের জয় হলো" ।  সতীর্থদের এমন সংবর্ধনায় কান্নায় ভেঙে পড়েন সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই কান্না কি সন্ময় বাবুর প্রতিবাদের কান্না নাকি কংগ্রেসীদের লড়াইয়ের কান্না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, তাঁরা সত্যের জন্যে আগামী দিনেও লড়বে। সত্যের লরাইয়ে ভয় পায় না কংগ্রেস।
Image
আশ্বাসের বার্তা নিজস্ব প্রতিবেদন, উত্তর ২৪ পরগণা, ২১শে অক্টোবরঃ  রবিবার উত্তর ২৪ পরগণা জেলা শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার প্রাক্তন কংগ্রেস নেতা সন্ময় ব্যানার্জীর বাড়ীতে যান।  তাঁর পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। আগামীদিনে তাদের পরিবারের সাথে এমন ঘটনা আর যাতে না ঘটে এমনটা আশ্বাসও দেন তিনি।  রবিবার সন্ধ্যে নাগাদ কংগ্রেস নেতা সন্মব্যবাবুর বাড়িতে গিয়ে তাদের সকলের  খোঁজ নেন। খুব তাড়াতাড়ি যাতে এই বিষয়ের মিমাংসা হয় এমনটা খতিয়ে দেখবেন। সঠিক তথ্য না দেখিয়ে কোনো অ্যারেস্ট ওয়ারেন ছাড়া বৃহষ্পতিবার সন্ধ্যায় পানিহাটি পুরসভার প্রাক্তন পৌরপিতা সন্ময়বাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুরুলিয়া থানার পুলিশ। বাড়ির মহিলারা প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়। এমনকি তাদের উপদ মারধরের অভিযোগও উঠছে । এখন শুধু শুনানির অপেক্ষা। সন্ময়বাব্যকে এখনও পুরুলিয়া থানায় আটকে রাখা হয়েছে।
Image
জন্ম দিবস পালন নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ২০শে অক্টোবরঃ  প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের  ৯৯ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দম দম শহর কংগ্রেসের সভাপতি বাবলু নন্দীর উদ্যোগে শুকুর আলীর মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনের এই অনুষ্ঠানে বিশিষ্ঠজনেদের স্মারক প্রদান এবং দুঃস্থ শিশুদের কম্বল দান করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দেবপ্রসাদ রায়,প্রদীপ ভট্টাচার্য, কামারুজ্জামান কামার, শ্যামসুন্দর ঘোষ, সুজিত দেব, ছায়া চক্রবর্তী,কল্যাণী চক্রবর্তী, জয়েশ্রী দাস, জেলার অন্তর্গত ব্লক সভাপতি গন এবং শাখা সংগঠনের নেতৃরা।  সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের পাশে থাকতে পেরে খুবই গর্বিত দম দম শহর কংগ্রেসের সভাপতি বাবলু নন্দী সহ দলীয় অন্যান্য কর্মীরা। অসহায়ের মিত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে স্মরণ করে এই ভাবে আগামীদিনেও নানা ভাবে সমাজের দুস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন তাঁরা । প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্
Image
শ্যামা পূজোর খুঁটি পূজো নিজস্ব প্রতিবেদন, ১৫ই অক্টোবর, কলকাতাঃ রঙিন জীবনের মাঝে পুরনো সাদা কালো দিনকে মনে করার একটা ঝলক নিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। ৭১ তম বর্ষে বেলঘরিয়া দেওয়ানপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির ভাবনা “আধুনিকতার বৈভবে, সাদা কালোকে ফিরে দেখা”। ১৫ই অক্টোবরব সেখানে খুঁটি পূজোর মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু করা হয়। নতুনত্বের দিশারি ২৫শে অক্টোবর খুঁটি পূজোর মাধ্যমে এই ক্লাবের পূজোর সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা ধারাবাহিকের অন্যতম অভিনেতা রণিত মোদক। এই ক্লাবের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মন্ডপ জুড়ে থাকছে হারিয়ে যাওয়া দিনের নানা স্মৃতি। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। 
Image
ভারতের হোমে বন্দি বাংলাদেশী নাবালক বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর, ১৯শে অক্টোবরঃ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর জেলা । আর কাঁটা তার পেরোলেই বাংলাদেশ। বিভিন্ন কারনে ১৯জন বাংলাদেশী নাবালক দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হোমে বন্দী রয়েছে। তাদের বিষরে সমস্ত খোঁজখবরও নিতে শুক্রবার বাংলাদেশের মন্ত্রী বি.এম জামাল হোসেন সহ ৫জন বাংলাদেশী আধিকারিকরা সমস্ত হোমগুলি পরিদর্শনে আসেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল , জেলা আধিকারিক প্রনব ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও । দ্রুত যাতে বন্দিদের ছেড়ে দেওয়া হয় এমনটাই জানান বাংলাদেশ মন্ত্রী বি.এম জামাল হোসেন। সূত্রের খবর, বন্দি নাবালকদের মধ্যে তিনজন নাবালককে আগামী ২৪ শে অক্টোবর ছেড়ে দেওয়া হবে।
Image
আহিরীটোলা সার্বজনীন দুর্গা পূজা
Image
Image
Image
Image
Image
শারদ সন্মান ২০১৯ সেরা ভাবনা- শ্রী কৃষ্ণনগর জাগরণী সংঘ সেরা মণ্ডপ - রথতলা ব্যবসায়ী সমিতি অ অধিবাসীবৃন্দ সেরা প্রতিমা- অকালবোধন সার্বজনীন দূর্গোৎসব কমিটি সেরা পূজো - বেলঘড়িয়া অমৃতনগর দেশবন্ধু সংঘ
Image
বিজেপি কর্মীর হত্যাকান্ড নিজস্ব প্রতিবেদন, ১১ই অক্টোবর, শুক্রবারঃ বৃহস্পতিবার নদিয়া জেলার শান্তিপুরের সক্রিয় বিজেপি কর্মী সুপ্রিয় ব্যানার্জীকে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় বেশ চাঞল্য সৃষ্টি হয়। স্থাণীয় থানায় খবর দিলে তারা এসে মৃত ব্যাক্তিটির দেহ উদ্ধার করে। একই সময় নদীয়া জেলার আরেক প্রান্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নদিয়ার চাপড়া ব্লকের আরেকজন সক্রিয় বিজেপি কর্মী আহমেদ শেখ'কে অষ্টমীর রাতে কিছু দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে। বিজেপি দলের দাবি, তৃণমূল কর্মীরা এইভাবে তাদের হত্যা করেছে। স্থানীয় থানার পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
Image
লক্ষী পূর্ণিমায় শ্যামা পূজা বিশ্বদিপ নন্দী, ১৩ই অক্টোবর, দিনাজপুরঃ পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু লক্ষী পূজোর তিথিতে শ্যামা মায়ের আরাধনা করা হয়। সত্যি শুনলে অবাক লাগে। মনে হয় গল্পকথা।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদয়গ্রাম পঞ্চায়েতের ভট্টাচার্য পাড়ার মুখার্জি পরিবার সহ গোটা এলাকা মেতে উঠবেন সিদ্ধি কালি মায়ের পুজোয়। প্রতি বছর এই দিনের শুরু হয় কালী পূজা। তবে এই মুখার্জি পরিবারের সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজো নিয়ে রয়েছে বেশ রোমাঞ্চকর কাহিনী। কথিত রয়েছে, আজ থেকে  সারে তিনশো বছর আগে বাংলায় যখন বর্গী আক্রমণ ঘটে তখন বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম থেকে মুখার্জিদের বংশের একটি ধারা এই এলাকায় এসে বসবাস শুরু করেন। সেই সময় মুখার্জিদের বংশের উপাস্য দেবী স্বপ্নাদেশে সিদ্ধি কালিকে দেখতে পান। এমনকি এই এলাকাতে কালী পুজো শুরুর আদেশও করেন। সেই থেকেই মুখার্জি পরিবারের সদস্যরা কোজাগরী লক্ষ্মী পুর্নিমায় সিদ্ধিকালী মায়ের পুজো করেন। তবে এক সময় বর্ধমান জেলার সিঙ্গি গ্রামেও একই নিয়মে মুখার্জিদের অন্য শরিকরা মা সিদ্ধি কালির পুজো করেন। সেখানে পঞ্চমুন্ডির আসনে অধিষ্ঠাত্রী এই দেবী সম্পুর্ণ তান্ত্রিক মতে
Image
একতালে ইন্ড্রাস্ট্রি থেকে হেঁসেল নিজস্ব প্রতিবেদন, ১৩ই অক্টোবর, বেহালাঃ এক হাতে সব সামলান । এক কথায় “একাই একশো” । রান্নাঘর থেকে সংসার একা হাতে সামলান বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা লক্ষী অপরাজিতা আঢ্য। যাকে সবাই অপাদি নামেই জানেন । অভিনয় জগত থেকে ছুটি নিয়ে তিনি প্রতি বছরের মত এই বছরও বাড়িতে খুব জাকজমক করে কোজাগরী লক্ষী পূজো করলেন। তিনি নিজের হাতে বাঙালীয়ানায় মা লক্ষীকে সাজিয়েছিলেন। অভিনয় জগতের বহু তারকা এদিন তার বাড়িতে আসে। সকালে মা লক্ষীকে ভোগ হিসাবে খিচুরী, পাঁচ রকম ভাজা , পাঁচ মেশালি তরকারি, লুচি, চাটনি, পায়েস এবং সিতা ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যেবেলা পরিবারের সকল সদস্যদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে সারাদিন কাটালেন তিনি। নিজে মারাঠি ঘরাণায় সাজেন তিনি। “এসো মা লক্ষী, বসো ঘরে”- নিজের কন্ঠে গান গেয়ে লক্ষী পূজোর সূচনা করেন তিনি। শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে সারাদিন পূজোর কাজ করেন তিনি। সেলিব্রিটি বউমাকে সবসময় পাশে পেয়ে খুব খুশি অপাদির শাশুড়ি। অপাদির শাশুড়ি সাংবাদিক বন্ধুদের জানান, “বউমা আমার লক্ষী”। প্রতি বছর যেন সেলিব্রিটি বউমাকে এই ভাবে পাশে পায়, এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। “সময়
Image
NRC তে আত্মঘাতী বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর, ১৪ই অক্টোবরঃ দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উওর নাইট এলাকার বাসিন্দা রুমানা ইয়সমিন NRC আতঙ্কে আত্মঘাতী হন। । ঘটনাটি ঘটে ৫ই অক্টোবর। সেই ঘটনার এতদিন পর এর মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্য মিঠু জোয়াদ্দার , সমাজসেবী রিতেশ জোয়াদ্দার ,কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজ জাহির আব্বাস। মৃতার পরিবার জানান, ভোটার কার্ড , আধার কার্ড এবং ম‍্যাধমিক এডমিড কার্ডে নাম ভুল ছিল। এই নিয়ে বহুদিন ধরে মানসিক আতঙ্কে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শনিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই গৃহবধূ । এই রকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি হয় এমনটাই জানিয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্যা সহ উপস্থিত সকলেই। সরকারি সমস্ত রকমের সাহায্য দিয়ে ভুল সংশোধন করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।
Image
গ্রেপ্তার নিখোঁজ সন্ময় বন্ধ্যোপাধ্যায় নিজস্ব প্রতিবেদন, ১৮ই অক্টোবর, শুক্রবারঃ সঠিক তথ্য না দেখিয়ে জোরজুলুম চালিয়ে আচমকাই গ্রেপ্তার করা হয় পানিহাটি পুরসভার প্রাক্তন পৌরপিতা তথা কংগ্রেস নেতা সন্ময় বন্ধ্যোপাধ্যায়কে । বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো অ্যারেস্ট ওরারেন ছাড়াই তাঁর বাসভবন থেকে খড়দহ থানার আইসি এসে গ্রেফতার করেন। কোনও খবর না দিয়ে আচমকা ৫০-৬০ জন পুলিশ এসে বাড়ি ঘেরাও করে। পুলিশদের হাতে টানা হিঁচড়াও হতে হয় তাঁকে। অকথ্য ভাষায় গালিগালাজও করেন। বাড়ির মহিলারা প্রতিবাদ করলে তাদেরকে  খুব বাজে ভাবে হ্যানস্থা করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ময় বন্ধ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে গেলে খড়দহ থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করে। ঘটনাটি ঘিরে কংগ্রেস দলের সদস্যরা নানা বিষয়ে সমালোচনা করছেন। অনেকের মতে, সন্ময়বাবু বহুবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের নানা কর্ম বিষয়ে সমালোচনামূলক মন্তব্য শেয়ার করেছেন। যার জন্যে তাঁকে বহুবার বিরোধী দলের কাছ থেকে হুমকি শুনতে হয়েছে। তাই কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সেইসব সমালোচনা সহ্য করতে না পেরে রাজ্য সরকার প্রশাসনকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন।
Image
অনাহারে দিনবাস আশ্রমে বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর, ১৪ই অক্টোবরঃ সরকারি কোনো রকম সাহায্য না পেয়ে দিনের পর দিন অনাহারে দিন কাটাচ্ছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের অনাথ আশ্রমের শিশুরা ৷ একবারও মুখ তুলে চাইলেনও না সরকার। আশ্রমের প্রতিষ্ঠাতা রঞ্জিত দত্ত 2014 সাল থেকে বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের দরজায় দরজায় গেছেন৷ কিন্তু মেলেনি কোনো প্রতিশ্রুতি৷ একটি প্রাথমিক স্কুলে চাকরি করতেন তিনি ৷ নিজের বেতনের টাকা থেকেই আশ্রমের খরচ চালাতেন ৷ 2014 সালে অবসর নিলে শুরু হয় লড়াই ৷ প্রায় 21 বছর আগে যখন থেকে অসহায় দুস্ত বাচ্চাদের নিয়ে এই আশ্রম তৈরি করেন তখন থেকে বহু জায়গায় আশ্রমকে বড় করার জন্যে অনেক সাহায্য চান। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরেও বহুবার আবেদন করেন। কোনো ভাবেই সুরহা হয়নি। বর্তমানে এই অনাথ আশ্রমের প্রায় 90 জন শিশুকে নিয়ে অনাহারে কোনো রকমে দিন কাটছে রঞ্জিত বাবুর ৷ এখন শুধু সুদিন গোনার পালা। যদি একটু সরকার মুখ তুলে চান।
Image
খড়দহ থানা য়  ঘিরে বাম-কংগ্রেসের বিক্ষোভ  নিজস্ব প্রতিবেদন, ১৮ই অক্টোবর, পানিহাটিঃ পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপিতা ও পঃবঃ প্রদেশত কংগ্রেস সদস্য সন্ময় ব্যানার্জীকে গ্ৰেফতারের প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্ৰেসের সভাপতি তাপস মজুমদারের উপস্তিতিতে শুক্রবার সকাল থেকে খড়দহ থানা ঘেরাও করা হয়। কংগ্রেসের এই বিক্ষোভে বামেদেরও সমর্থন ছিল বলে জানা যায়। অফিসযাত্রীদের যাতাযাতের অসুবিধা যাতে না হয়, সেই জন্যে বেশিক্ষণ এই বিক্ষোভ তারা চালাননি।  এদিনের এই অভিযানে খড়্দহ থানায় ডেপুটেশা ন ও থানা ঘেরাও করেন। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্হিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সমন্বয় আহ্বায়ক শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, রাজ্য কংগ্ৰেস নেতা আশুতোষ চাটার্জী, উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস ও অভিজিৎ রায় চৌধুরী, শক্তি মৈত্র, প্রদেশ কংগ্ৰেসের সম্পাদক সুজিত দেব, এআইসিসির সদস্য ছায়া চক্রবর্তী, জেলা ছাত্র পরিষদের সভাপতি পরীক্ষিত নাগ, সোসাল মিডিয়ার কর্ডিনেটর সুভাশিষ মুখার্জী, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কল্যাণী চক্রবর্তী, এআইসিসি সদস্য ইন্দ্রানী দত্