শ্যামা পূজোর খুঁটি পূজো
নিজস্ব প্রতিবেদন, ১৫ই অক্টোবর, কলকাতাঃ রঙিন জীবনের মাঝে পুরনো সাদা কালো দিনকে মনে করার একটা ঝলক নিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। ৭১ তম বর্ষে বেলঘরিয়া দেওয়ানপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির ভাবনা “আধুনিকতার বৈভবে, সাদা কালোকে ফিরে দেখা”। ১৫ই অক্টোবরব সেখানে খুঁটি পূজোর মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু করা হয়। নতুনত্বের দিশারি ২৫শে অক্টোবর খুঁটি পূজোর মাধ্যমে এই ক্লাবের পূজোর সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা ধারাবাহিকের অন্যতম অভিনেতা রণিত মোদক। এই ক্লাবের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মন্ডপ জুড়ে থাকছে হারিয়ে যাওয়া দিনের নানা স্মৃতি। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
নিজস্ব প্রতিবেদন, ১৫ই অক্টোবর, কলকাতাঃ রঙিন জীবনের মাঝে পুরনো সাদা কালো দিনকে মনে করার একটা ঝলক নিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। ৭১ তম বর্ষে বেলঘরিয়া দেওয়ানপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির ভাবনা “আধুনিকতার বৈভবে, সাদা কালোকে ফিরে দেখা”। ১৫ই অক্টোবরব সেখানে খুঁটি পূজোর মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু করা হয়। নতুনত্বের দিশারি ২৫শে অক্টোবর খুঁটি পূজোর মাধ্যমে এই ক্লাবের পূজোর সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা ধারাবাহিকের অন্যতম অভিনেতা রণিত মোদক। এই ক্লাবের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মন্ডপ জুড়ে থাকছে হারিয়ে যাওয়া দিনের নানা স্মৃতি। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
Comments
Post a Comment