খড়দহ থানায় ঘিরে বাম-কংগ্রেসের বিক্ষোভ 
নিজস্ব প্রতিবেদন, ১৮ই অক্টোবর, পানিহাটিঃ পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপিতা ও পঃবঃ প্রদেশত কংগ্রেস সদস্য সন্ময় ব্যানার্জীকে গ্ৰেফতারের প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্ৰেসের সভাপতি তাপস মজুমদারের উপস্তিতিতে শুক্রবার সকাল থেকে খড়দহ থানা ঘেরাও করা হয়। কংগ্রেসের এই বিক্ষোভে বামেদেরও সমর্থন ছিল বলে জানা যায়। অফিসযাত্রীদের যাতাযাতের অসুবিধা যাতে না হয়, সেই জন্যে বেশিক্ষণ এই বিক্ষোভ তারা চালাননি।
 এদিনের এই অভিযানে খড়্দহ থানায় ডেপুটেশান ও থানা ঘেরাও করেন। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্হিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সমন্বয় আহ্বায়ক শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, রাজ্য কংগ্ৰেস নেতা আশুতোষ চাটার্জী, উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস ও অভিজিৎ রায় চৌধুরী, শক্তি মৈত্র, প্রদেশ কংগ্ৰেসের সম্পাদক সুজিত দেব, এআইসিসির সদস্য ছায়া চক্রবর্তী, জেলা ছাত্র পরিষদের সভাপতি পরীক্ষিত নাগ, সোসাল মিডিয়ার কর্ডিনেটর সুভাশিষ মুখার্জী, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কল্যাণী চক্রবর্তী, এআইসিসি সদস্য ইন্দ্রানী দত্ত চ্যাটার্জী , টাউন কংগ্রেসের সভাপতি সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী বর্গরা । রাস্তা জুরে বসে এই প্রতিবাদ চলে।
                                  

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো