বিনা মুল্যে স্বাস্থ্য শিবির
 দেবদীপ সরকার, ২১শে অক্টোবর, নিউ ব্যারাকপুরঃ যখন সারা রাজ্য জুড়ে চলছে বিজয়া দশমী  উপলক্ষে নানা অনুষ্ঠান ঠিক সেই সময় দাঁড়িয়ে বিনা মুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়াল অগ্রণী সংঘ। শনিমার নিউ ব্যারাকপুরের ৭ ং রেল গেটের সামনে অগ্রণী সংঘের পরিচালনায় সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় ১২০ জন সাধারণ মানুষ এদিন এই পরষেবা পান ।
চক্ষু পরীক্ষা থেকে শুরু করে সুগার, ব্লাড প্রেসার এবং ইসিজি করার জন্যে সু ব্যবস্থা করা হয়। কোন অর্থের বিনিময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে অর্থহীন ভাবে এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিয়েছে এই সংগঠন।
নানা রকম সামাজিক দায়িত্ব বোধের মধ্য দিয়ে সারা বছর কাটে অগ্রণী সংঘের। তাই বিনা মুল্যে স্বাস্থ্যের খবর রাখা তাদের কাছে খুব একটা কঠিন কাজ না। তবে আগামী দিনগুলোতেও যাতে এই সংঘকে এই ভাবে পাশে পেতে আশাবাদী এলাকাবাসী।
এদিন এই স্বাস্থ্য শিবিরের  উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শান্তি রঞ্জন বোস মহাশয়।  তিনিও অগ্রণী সংঘের পাশে  থাকবেন বলে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ