সমাজ সংস্কৃতি উৎসব
নিজস্ব প্রতিবেদন, শ্যামনগর,১৯ শে অক্টোবরঃ সমাজের সমস্ত সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে উত্ত্র ২৪ পরগণা জেলার শ্যামনগরের রবীন্দ্র ভব০অনে আয়োজন করা হয় সমাজ সংস্কৃতি উৎসব ২০১৯। সারাদিন ব ইয়াপী চলে এই উৎসব। নাচ, গান, আঁকা, আবৃত্তি, বাহ্যিক কলা - নানা বিষয়ে নিজেদের প্রতিভা উপস্থাপনেরজন্যে এটা ছিল একটা সুযোগ মঞ্চ।
কলকাতায় টাকার বড় অঙ্কের বিনিময়ে না করে কম বাজেটের এই অনুষ্টান সূচিত হয়। এদিন এই অনুষ্ঠানে সমস্ত শিল্পীদের বিভিন্ন বিষয়ে পুরষ্কৃত করা হয়।
গৌতম, পালের পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গায়িকা রুমা মন্ডল। এই অনুষ্ঠানে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হয়।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের