ভারতের হোমে
বন্দি বাংলাদেশী নাবালক
বিশ্বদীপ নন্দী,
দক্ষিণ দিনাজপুর, ১৯শে অক্টোবরঃ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর জেলা। আর কাঁটা তার পেরোলেই বাংলাদেশ। বিভিন্ন কারনে ১৯জন বাংলাদেশী নাবালক দক্ষিণ
দিনাজপুর জেলার বিভিন্ন হোমে বন্দী রয়েছে। তাদের বিষরে সমস্ত খোঁজখবরও নিতে শুক্রবার
বাংলাদেশের মন্ত্রী বি.এম জামাল হোসেন সহ ৫জন বাংলাদেশী আধিকারিকরা সমস্ত হোমগুলি পরিদর্শনে
আসেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল, জেলা আধিকারিক প্রনব ঘোষ সহ অন্যান্য
প্রশাসনিক আধিকারিকরাও । দ্রুত যাতে বন্দিদের ছেড়ে দেওয়া হয় এমনটাই জানান বাংলাদেশ
মন্ত্রী বি.এম জামাল হোসেন। সূত্রের খবর, বন্দি নাবালকদের মধ্যে তিনজন নাবালককে আগামী
২৪ শে অক্টোবর ছেড়ে দেওয়া হবে।
Comments
Post a Comment