Posts

Showing posts from May, 2023

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: একটাই লক্ষ্য সকলের জন্যে কিছু করা। যাদের কথা কেউ ভাবে না। যাদের খোঁজ কেউ নেন না। তাদের পাশে দাঁড়াতে ছুটে যান নীলকন্ঠ চক্রবর্তী। করোনার মত মহামারী হোক কিংবা আমফানের মত প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন। নিজের পরিবারের লোক মনে ভেবে প্রয়োজনীয় জল, কোথাও খাবারও পৌঁছে দিয়েছেন নীলকন্ঠ। নিজের আয়ের কিছু অংশ দিয়ে নিজের একক প্রচেষ্টায় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হন তিনি। আবার সেই সমস্ত রক্তদাতাদের উৎসাহ দিতে নিজের পকেট থেকে টাকা ব্যয়ে নানা রকম উপহারও দেন নীলকন্ঠ চক্রবর্তী।  কারোর কাছে ভগবান। আবার কারোর কাছে বিশিষ্ট সমাজ সেবক। এক ডাকে যাকে সব সময় পাওয়া যায় অসহায়ের সহায় তিনি হলেন নীলকন্ঠ চক্রবর্তী। তার একান্ত প্রচেষ্টায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন নিজে।  আবার অনেক সময় শ'য়ে শ'য়ে মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গাছ লাগিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা তুলে দিতেই পিছু পা হননি তিনি।  করোনা আ

বাঁকুড়ার সুষমা টেক্কা দিল কলকাতাকে

Image
  সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ধারাবাহিক ভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নিজেদের স্থান পাকাপাকিভাবে দখল করে নিয়েছে।এবার উচ্চমাধ্যমিকে ও তার ব্যাতিক্রম হলনা । এবার উচ্চমাধ্যমিক মেধাতালিকায় প্রকাশের সাথে সাথেই বাঁকুড়া জেলার মানুষের মুখে চওড়া হাসি লক্ষ্য করাগেল। জেলায় প্রথম স্থান এবং গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার সুষমা খান।বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর ছাত্রী সুষমার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯ শতাংশ।ফলাফল প্রকাশিত হওয়ার পরই জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সুষমার বাঁকুড়া চাঁদমারীডাঙার বাড়িতে। বাঁকুড়া মেয়ে সুষমার রাজ্য জয়ের অনন্দে উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে।

নারীর ক্ষমতায়ন অন্বেষণ করতে শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে

Image
গোপাল দ্দেবনাথ, কলকাতাঃ নারীর ক্ষমতায়নের একটি সম্পূর্ণ নতুন বিষয় অন্বেষণ করতে এই বছর শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে যেখানে শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব 'আর্থিক স্বাধীনতা নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি' বিষয়ে তাদের মতামত শেয়ার করতে উপস্থিত ছিলেন। ২৯শে এপ্রিল ২০২৩ তারিখে পার্ক হোটেলে যে ইভেন্টটি হয়েছিল তাতে উপস্থিত ছিলেন ডঃ শশী পাঞ্জা - শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার প্রধান বক্তা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউবিএইচআইডিসিওর এমডি  দেবাশিস সেন। ড: তেহনাজ দস্তুর এই ইভেন্টের পিছনে তার চিন্তাভাবনা ব্যাক্ত করে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন,"আপনাদের কাছে শক্তি 3.0 উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। - টেরিকম এর উদ্যোগে এটি এমন একটি অনুষ্ঠান যা সর্বদা নারীর ক্ষমতায়নকে প্রচার করেছে এইভাবে রিতু এবং আমি এই যোগ্য উদ্যোগে হাত মিলিয়েছি।" ইভেন্টের মূল বক্তা ড. শশী পাঞ্জা শেয়ার করেছেন, "একটি রাষ্ট্র হিসেবে বাংলা সবসময়ই নারীদের অগ্রভাগে দেখেছে এবং বাংলার নারীদের প্রায়ই 'প্রতিবাদী' হিসেবে উল্ল

হাওড়া ময়দানের কাছে উল্টে গেল ১৬ চাকার ট্রাক

Image
  নিজস্ব প্রতিবেদন, হাওড়া: হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজার এলাকায় একটি ১৬ চাকার ট্রাক উল্টে বিপত্তি। পুলিশ সূত্রের খবর, এদিন হাওড়া ময়দান থেকে জি.টি রোড ধরে ট্রাকটি যখন শিবপুরের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ঘটনার জেরে জি.টি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি সরাতে ক্রেন আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

রবীন্দ্র জয়ন্তী উৎযাপনে শিক্ষা সামগ্রী প্রদান

Image
  সুমন্ত দাস, সোনারপুর: রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সোনারপুরের সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগের তরফ থেকে এলাকার পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হল। পাশাপাশি এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়ে। এদিন উদ্যোগের কবি প্রণামে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস, পদ্মশ্রী প্রিতিকণা গোস্বামী, সমাজসেবী অমলকৃষ্ণ পন্ডিত, প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তবর্গ। এদিন সুন্দরবন এলাকায় সমাজসেবা মূলক কাজের জন‍্য সমাজসেবী অমল কৃষ্ণ পন্ডিত কে উদ্যোগ সন্মান দেওয়া হয়। এছাড়া এদিন অতিথি হিসাবে আর জে নীলাঞ্জনের মুখে রবীন্দ্রনাথের কবিতা উপস্থিত দর্শকদের মন ছুয়ে যায়।  উদ্যোগ পরিবারের তরফে কল‍্যান গোলদার জানান এবছর তাদের কবি প্রণাম অষ্টম বর্ষে পদার্পন করল তাই রবি ঠাকুর কে স্বরণ করে তার জন্মদিনে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে নাচে গানে বিশ্ব কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 

হজ যাত্রীদেরকে ভ্যাকসিন প্রদান

Image
   সুমন্ত দাস, দঃ ২৪ পরগনাঃ ডায়মন্ড হারবার জেলার সি এম ও এইচ জয়েন্ত কুমার শুকুলের এর তত্ত্বাবধানে রাজ্য সরকারের উদ্যোগে এদিন ২৩৬ জন হজ্জ্ব যাত্রীকে ভ‍্যাকসিন প্রদান করা হল। এই জন্য ডায়মন্ড হারবার হাসপাতালের অডিটোরিয়ামে বিশেষ ভাবে ভ্যাকসিন ক্যাম্প শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন সি,এম,ও,এইচ জয়ন্ত কুমার সুকুল,ডেপুটি সি,এম,ও,এইচ সোনালী দাস,ডায়মন্ড হারবার সাস্থ্য জেলার কভিড যোদ্ধা ও বুক অব রেকর্ডস প্রাপ্ত ডাক্তার আকবর হোসেন সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।  জেলা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার সুকুল বলেন এবারের হজ্জ্ব যাত্রীদের শারীরিক সুস্থ‍্যতার কথা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি এমন উদ্যোগে স্বভাবত খুশী হজ্জ্ব যাত্রীরা

আদালতের রায়ে হাসি ফুটলো রামকৃষ্ণপুর সমবায় ব‍্যাঙ্কের গ্রাহক ও কর্মচারিদের

Image
সুমন্ত দাস, হাওড়াঃ সালটা ছিল ২০১০ এর মাঝামাঝি । হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব‍্যাঙ্কে তালা পড়ল দূর্নীতির কারনে। মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার। তারপর থেকে শুরু হল আইনী লড়াই আর যার ফলসরুপ সাফল‍্য এল দীর্ঘ বারো বছর পর আদালতের রায়ে মুখে হাসি ফুটল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার মুখে। আদালতের রায় সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণপুর কো অপারেটিভ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিন্দ‍্য ঘোষ বলেন প্রথম থেকে তাদের দাবী ছিল ব‍্যাঙ্ক খোলার এবং পাশাপাশি গ্রাহকদের গচ্ছিত অর্থ ও কর্মচারিদের বকেয়া ফেরত দেওয়া হোক। শুধু তাই নয় ব‍্যাঙ্ক চালু হলে পুরাতন কর্মীদের স্বপদে বহাল রাখা হোক।এটাও তাদের দাবী ছিল।এই ব‍্যাঙ্কের গ্রাহক এবং কর্মচারী দের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় যার ফল সরুপ বিচারপতি অরিজিৎ ব‍্যানার্জী ও অপূর্ব সিনহার বেঞ্চ এক যুগান্তকারী রায় দিয়ে জানায় ব‍্যাঙ্কটিকে আবারো পুনর্জীবন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের টাকা যেমন ফেরত দিতে হবে এর সঙ্গে কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর নির্দেশ দেওয়া হয় রাজ‍্য সরকারকে।শুধু তাই নয়

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু শিলিগুড়িতে

Image
  শাহরুখ আনসারি, শিলিগুড়িঃ রাত পেরোলেই পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্বরে উদযাপিত হয়। প্রসঙ্গত শান্তিনিকেতনে বিশ্বকবির জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। শিলিগুড়িতেও রবি ঠাকুরের জন্মদিন পালনের জোর প্রস্তুতি চলছে। আগামীকাল রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। জানা গেছেন ১৬২ জন শিল্পী তাদের সুরেলা কন্ঠে গান করবেন। রবীন্দ্র মঞ্চে ঘটা করে পালন করা হবে রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকবে। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলীরা।

ঘূর্ণিঝড় মোকার ভ্রুকুটি, বেশ কিছু জেলায় ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

Image
  শাহরুখ আনসারী, কলকাতাঃ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্নাবত্ত আজ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে, রাজ্যে কতটা প্রভাব ফেলবে মোকা? মূলত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব সব থেকে বেশি থাকলেও রাজ্যের কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম ,দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের মোকা র প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই বোঝা যাবে ল্যান্ড ফল কোথায়। প্রাথমিকভাবে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধাবিত হবে, তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বেশ কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া অফিস।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিমবায়োসিস নৃত্য ও সঙ্গীত সংস্থার অনুষ্ঠান

Image
  শুভ ঘোষ, সল্টলেক: কলকাতার সিমবায়োসিস নৃত্য ও সঙ্গীত সংস্থা সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে তার ১৪তম বার্ষিকী উৎসব পালন করা হয়।  ৫ই মে বুদ্ধ পূর্ণিমা । আর এই দিনে সিমবায়োসিস নৃত্য ও সঙ্গীত সংস্থার কর্নধার সরিতা মহারানার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তথা ভরত নাট্যমের প্রখ্যাত গুরু রাহুলদেব মন্ডল সামিল হন।তিনি বলেন, নৃত্য ও সঙ্গীত ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।সিমবায়োসিস নৃত্য ও সঙ্গীত সংস্থায় নৃত্য এবং সঙ্গীতের ডুয়েট বেশি দেখা যায়।সিম্বায়োশিষ ডান্স অ্যান্ড মিউজিক অ্যাকাডেমি সম্পাদক সরিতা মহারানা একজন প্রখ্যাত শাস্ত্রীয় শিল্পী এবং শ্রুতি স্বয়ংসিদ্ধা পরঙ্গমা মা-কন্যা জুটি আমাদের সংস্কৃতি,নৃত্য ও সঙ্গীতকে জনসাধারণের কাছে নিয়ে গেছেন। এই দিনের এই অনুষ্ঠানে এসে ওডিশি নৃত্য গুরু রাজীব ভট্টাচার্য বলেন, যিনি সম্মানিত অতিথি হিসাবে যোগ করেছিলেন। যে ভারতীয় শিল্প সংস্কৃতি শাস্ত্রীয় সঙ্গীত এবং ওড়িশি নৃত্যের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। এই সংগঠনের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এই দিনের এই অনুষ্ঠানে বার্

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, চিন্তায় প্রহর গুনছেন সুন্দরবনের বাসিন্দারা

Image
  শাহরুখ আনসারী, সুন্দরবন: বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে! আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা। আমফান, ইয়াশ, আশনি, সিত্রাং স্মৃতি ভুলতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। আশনি সংকেতে তারা প্রহর গুনছেন। প্রসঙ্গত বেশিরভাগ এলাকাতেই রয়েছে বালির বাঁধ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জলস্ফীতির কারণে বালির বাঁধ ভেঙে গিয়ে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে। যদিও সুন্দরবন উন্নয়নের মন্ত্রী স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে ফেলেছেন। আশ্বাস মিলেছে ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে ধাবিত হতে পারে। তবে সুন্দরবনের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ বেশিরভাগ জায়গায় রয়েছে বালির বাঁধ।

বুদ্ধ পূর্নিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ

Image
  রাজকুমার দাস, কলকাতা: গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ২৫৬৭ তম বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হচ্ছে দেশ জুড়ে।  কলকাতার সিদ্ধার্থ ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু দিন ব্যাপি বুদ্ধ জয়ন্তি পালিত হয়। ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে বুদ্ধ জয়ন্তি উপলক্ষে ২৯ তম ধর্মীয় সম্পৃতি ও বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরুপ রায়।  তিনি বলেন,সারা পৃথিবী জুড়ে শান্তির ভাবনা প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধের সেই শান্তির ভাবনা আজও সমান ভাবে প্রাসঙ্গিক।  মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল সহ ১১ টি দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এই আলোচনাসভায় অংশ নেন।  সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক ডক্টর বুদ্ধপ্রিয় মহাথের বলেন, আজকের দিনে বিশ্বজুড়ে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের আদর্শে মানুষকে এগিয়ে চলতে হবে।

বিজেপিতে যোগদান শতাধিক তৃনমুল কর্মীর

Image
  শাহরুখ আনসারী,কোচবিহার ঃ পঞ্চায়েত ভোটের আগে তৃনমূলে ভাঙন। এদিন কোচবিহার জেলার অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের উপপ্রধান নাজিমা বিবি সহ পঞ্চায়েত সদস্য প্রবীর রায়, বিনোদ চন্দ্র রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য বীরেন বর্মন বিজেপিতে যোগদান করেন। এছাড়াও এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের প্রায় ৫০০ জনের অধিক তৃণমূল কর্মী দল পরিবরতন করে বিজেপিতে যোগদান করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তারা। এছাড়াও এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।

২০টি অজগরের ডিম উদ্ধার কোচবিহারে

Image
  শাহরুখ আনসারী, কোচবিহার: ২০টি ডিম সহ উদ্ধার একটি ৬ ফুটের অজগর সাপ। কোচবিহারের পূর্ব কমেশ্বরী রোডের একটি বাড়ি থেকে ৮ ফুটের একটি অজগর উদ্ধার করল বন দপ্তর। পাশাপাশি ২০টি অজগরের ডিম উদ্ধার হয়েছে।  প্রথমে অজগরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছান বনকর্মীরা। অজগর সহ ডিমগুলোকে উদ্ধার করা হয়। বন দপ্তরের এডিএফও বিজনকুমার নাথ জানিয়েছেন, বার্মিস পাইথনটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। ডিমগুলিও নিরাপদে রাখা হয়েছে। দু’দিন আগেই কোচবিহারের রাজবাড়ি থেকেও উদ্ধার হয়েছিল ৬ ফুটের অজগর। তবে কোচবিহারে একসঙ্গে এতগুলি অজগরের ডিম উদ্ধারের ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।

হাতির তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

Image
  শাহরুখ আনসারী, ধুপগুড়িঃ রাত তখন ১ টা ।  গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। স্বামী হারা মিনতি দেবীর এখন একমাত্র সম্বল ঘরের কয়েকটি জিনিসপত্রই। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতি দেবীর।  মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।  চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেন। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। তবে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকার মানুষরা গজরাতের আতঙ্কে রাত কাটান বলে দাবি বাসিন্দাদের।

বীর বিপ্লবী প্রফুল্ল চাকির প্রয়াণ দিবস পালন

Image
  নিজস্ব প্রতিবেদন,  শিলিগুড়ি: ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন বীর বিপ্লবী প্রফুল্ল চাকী । দেশকে পরাধীনতার মুক্তি দিতে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়েছিলেন। শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে এই বীর বিপ্লবীর ১১৬ তম প্রয়াণ দিবস উদযাপন করা হল। তরাই তরপদ হাই স্কুলে বীর বিপ্লবী প্রুফুল্ল চাকির প্রয়াণ দিবস উদযাপন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এছারাও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।এদিন প্রফুল্ল চাকীর ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তরাই তারাপদ হাই ইষ্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও।

"নেচার টাচ"কে সহযোগিতার আবেদন

Image
   সঞ্জিত কাষ্ঠ : পরিবেশ আন্দোলনটা শুরু করেছিলাম খুব ছোট বেলা থেকেই৷ কাজ করতে করতে শিখেছি সামান্যই৷ শেখা বাকী আছে অনেকটা৷ পরিবেশ আন্দোলন করতে গিয়ে বারবার মনে হয়েছে যে, ধ্বংসের পাশিপাশি যদি নির্মানের পক্রিয়া শুরু করা না যায় তাহলে আদতে সব কিছুই বিফলে যাবে৷ সেই জায়গা থেকেই জৈব চাষ, নিত্য প্রয়োজনীয় ভেষজ পন্য, লাইলন কিংবা প্লাস্টিকের ক্যারিব্যাগের বীপরীতে কাগজ, কাপড়ের ব্যাগকে প্রাধান্য দেওয়া, নিত্য প্রয়োজনীয় রান্নার বাসন থেকে কাপ, প্লেট, জগ, জলের বোতল সহ মাটির তৈরী বিভিন্ন জিনিসের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া, বাঁশ বেতের বিভিন্ন পন্যের ওপর জোড় দেওয়া, বাংলার লোক শিল্প এবং লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এবং এই কাজের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব অর্থনীতির দিকে জোড় দেওয়ার কাজ চালিয়ে গেছি৷ ইতিমধ্যেই বেশ কিছু মানুষ এই উদ্যোগকে পেশা বানিয়ে নিজেদের রুটি রূজীর সংস্থান করেছে৷ আমরা চাই আরো বেশী বিস্তার৷ পরিবেশের কাজ করতে গিয়ে নতুন প্রজন্মের বহু ছেলে মেয়ে আমাদের সাথে সামিল হয়েছে/হচ্ছে৷ এই প্রজন্মের সাথী, সৌভিক, অঙ্কনা, রাজা আমাদের পরিবেশের কাজের শরিক৷  ছেলে মেয়েগুলি শিক্ষিত৷ ওদের বলেছিলাম স্বাধীনভাবে বাঁচতে৷