বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, চিন্তায় প্রহর গুনছেন সুন্দরবনের বাসিন্দারা

 


শাহরুখ আনসারী, সুন্দরবন: বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে! আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা। আমফান, ইয়াশ, আশনি, সিত্রাং স্মৃতি ভুলতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। আশনি সংকেতে তারা প্রহর গুনছেন। প্রসঙ্গত বেশিরভাগ এলাকাতেই রয়েছে বালির বাঁধ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জলস্ফীতির কারণে বালির বাঁধ ভেঙে গিয়ে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে। যদিও সুন্দরবন উন্নয়নের মন্ত্রী স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে ফেলেছেন। আশ্বাস মিলেছে ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে ধাবিত হতে পারে। তবে সুন্দরবনের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ বেশিরভাগ জায়গায় রয়েছে বালির বাঁধ।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের