রবীন্দ্র জয়ন্তী উৎযাপনে শিক্ষা সামগ্রী প্রদান

 


সুমন্ত দাস, সোনারপুর: রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সোনারপুরের সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগের তরফ থেকে এলাকার পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হল। পাশাপাশি এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়ে। এদিন উদ্যোগের কবি প্রণামে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস, পদ্মশ্রী প্রিতিকণা গোস্বামী, সমাজসেবী অমলকৃষ্ণ পন্ডিত, প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তবর্গ। এদিন সুন্দরবন এলাকায় সমাজসেবা মূলক কাজের জন‍্য সমাজসেবী অমল কৃষ্ণ পন্ডিত কে উদ্যোগ সন্মান দেওয়া হয়। এছাড়া এদিন অতিথি হিসাবে আর জে নীলাঞ্জনের মুখে রবীন্দ্রনাথের কবিতা উপস্থিত দর্শকদের মন ছুয়ে যায়। 

উদ্যোগ পরিবারের তরফে কল‍্যান গোলদার জানান এবছর তাদের কবি প্রণাম অষ্টম বর্ষে পদার্পন করল তাই রবি ঠাকুর কে স্বরণ করে তার জন্মদিনে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে নাচে গানে বিশ্ব কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো