২০টি অজগরের ডিম উদ্ধার কোচবিহারে

 


শাহরুখ আনসারী, কোচবিহার: ২০টি ডিম সহ উদ্ধার একটি ৬ ফুটের অজগর সাপ। কোচবিহারের পূর্ব কমেশ্বরী রোডের একটি বাড়ি থেকে ৮ ফুটের একটি অজগর উদ্ধার করল বন দপ্তর। পাশাপাশি ২০টি অজগরের ডিম উদ্ধার হয়েছে। 

প্রথমে অজগরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছান বনকর্মীরা। অজগর সহ ডিমগুলোকে উদ্ধার করা হয়। বন দপ্তরের এডিএফও বিজনকুমার নাথ জানিয়েছেন, বার্মিস পাইথনটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। ডিমগুলিও নিরাপদে রাখা হয়েছে। দু’দিন আগেই কোচবিহারের রাজবাড়ি থেকেও উদ্ধার হয়েছিল ৬ ফুটের অজগর। তবে কোচবিহারে একসঙ্গে এতগুলি অজগরের ডিম উদ্ধারের ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো