ঘূর্ণিঝড় মোকার ভ্রুকুটি, বেশ কিছু জেলায় ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

 


শাহরুখ আনসারী, কলকাতাঃ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্নাবত্ত আজ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে, রাজ্যে কতটা প্রভাব ফেলবে মোকা?

মূলত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব সব থেকে বেশি থাকলেও রাজ্যের কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম ,দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের মোকা র প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়বে।


উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই বোঝা যাবে ল্যান্ড ফল কোথায়। প্রাথমিকভাবে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধাবিত হবে, তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বেশ কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া অফিস।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো