বিজেপিতে যোগদান শতাধিক তৃনমুল কর্মীর

 


শাহরুখ আনসারী,কোচবিহার ঃ পঞ্চায়েত ভোটের আগে তৃনমূলে ভাঙন। এদিন কোচবিহার জেলার অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের উপপ্রধান নাজিমা বিবি সহ পঞ্চায়েত সদস্য প্রবীর রায়, বিনোদ চন্দ্র রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য বীরেন বর্মন বিজেপিতে যোগদান করেন। এছাড়াও এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের প্রায় ৫০০ জনের অধিক তৃণমূল কর্মী দল পরিবরতন করে বিজেপিতে যোগদান করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তারা। এছাড়াও এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো