আদালতের রায়ে হাসি ফুটলো রামকৃষ্ণপুর সমবায় ব‍্যাঙ্কের গ্রাহক ও কর্মচারিদের


সুমন্ত দাস, হাওড়াঃ সালটা ছিল ২০১০ এর মাঝামাঝি । হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব‍্যাঙ্কে তালা পড়ল দূর্নীতির কারনে। মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার। তারপর থেকে শুরু হল আইনী লড়াই আর যার ফলসরুপ সাফল‍্য এল দীর্ঘ বারো বছর পর আদালতের রায়ে মুখে হাসি ফুটল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার মুখে। আদালতের রায় সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণপুর কো অপারেটিভ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিন্দ‍্য ঘোষ বলেন প্রথম থেকে তাদের দাবী ছিল ব‍্যাঙ্ক খোলার এবং পাশাপাশি গ্রাহকদের গচ্ছিত অর্থ ও কর্মচারিদের বকেয়া ফেরত দেওয়া হোক। শুধু তাই নয় ব‍্যাঙ্ক চালু হলে পুরাতন কর্মীদের স্বপদে বহাল রাখা হোক।এটাও তাদের দাবী ছিল।এই ব‍্যাঙ্কের গ্রাহক এবং কর্মচারী দের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় যার ফল সরুপ বিচারপতি অরিজিৎ ব‍্যানার্জী ও অপূর্ব সিনহার বেঞ্চ এক যুগান্তকারী রায় দিয়ে জানায় ব‍্যাঙ্কটিকে আবারো পুনর্জীবন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের টাকা যেমন ফেরত দিতে হবে এর সঙ্গে কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর নির্দেশ দেওয়া হয় রাজ‍্য সরকারকে।শুধু তাই নয় রাজ‍্যসরকারকে ব‍্যাঙ্ক পুনর্জীবনে সমস্ত রিপোর্ট এক মাসের মধ‍্যে জমা করার নির্দেশ দেন বিচারপতি। যার ফলে স্বভাবত খুশী অনিন্দ‍্য বাবু। তিনি এই জয়ের ফলে কর্মচারী ও গ্রাহক দুজনে উপকৃত হবেন। তাদের লড়াই স্বার্থক বলেও জানান তিনি। এখন দেখার আবার কবে থেকে এই ব‍্যাঙ্কে নতুন করে কাজ শুরু হয়।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ