বাঁকুড়ার সুষমা টেক্কা দিল কলকাতাকে
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ধারাবাহিক ভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নিজেদের স্থান পাকাপাকিভাবে দখল করে নিয়েছে।এবার উচ্চমাধ্যমিকে ও তার ব্যাতিক্রম হলনা । এবার উচ্চমাধ্যমিক মেধাতালিকায় প্রকাশের সাথে সাথেই বাঁকুড়া জেলার মানুষের মুখে চওড়া হাসি লক্ষ্য করাগেল। জেলায় প্রথম স্থান এবং গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার সুষমা খান।বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর ছাত্রী সুষমার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯ শতাংশ।ফলাফল প্রকাশিত হওয়ার পরই জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সুষমার বাঁকুড়া চাঁদমারীডাঙার বাড়িতে। বাঁকুড়া মেয়ে সুষমার রাজ্য জয়ের অনন্দে উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে।
Comments
Post a Comment