রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু শিলিগুড়িতে

 


শাহরুখ আনসারি, শিলিগুড়িঃ রাত পেরোলেই পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্বরে উদযাপিত হয়। প্রসঙ্গত শান্তিনিকেতনে বিশ্বকবির জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। শিলিগুড়িতেও রবি ঠাকুরের জন্মদিন পালনের জোর প্রস্তুতি চলছে। আগামীকাল রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। জানা গেছেন ১৬২ জন শিল্পী তাদের সুরেলা কন্ঠে গান করবেন। রবীন্দ্র মঞ্চে ঘটা করে পালন করা হবে রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকবে। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলীরা।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক