হাতির তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
শাহরুখ আনসারী, ধুপগুড়িঃ রাত তখন ১ টা । গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। স্বামী হারা মিনতি দেবীর এখন একমাত্র সম্বল ঘরের কয়েকটি জিনিসপত্রই। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতি দেবীর।
মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেন। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। তবে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকার মানুষরা গজরাতের আতঙ্কে রাত কাটান বলে দাবি বাসিন্দাদের।
Comments
Post a Comment