Posts

Showing posts from February, 2021

আশুতোষ প্রোডাকশন আগামী মার্চ মাসে ঘোষনা করতে চলেছে তাদের নতুন ছবির নাম

Image
গোপাল দেবনাথ : কলকাতা: কলকাতার নতুন প্রযোজনা সংস্থা আশুতোষ প্রোডাকশন আগামী মার্চ মাসে ঘোষনা করতে চলেছে তাদের নতুন ছবির নাম। সেদিনই এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে পরিচিত হবেন  টলিউডের পেশাদার অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীদের সাথে। ২৭ শে ফ্রেব্রুয়ারী রাজারহাটের 'ইবিস (IBIS)' হোটেলে মূলত যে বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন সংস্থার কর্নধার এবং ছবির পরিচালক পিনাকী ভট্টাচার্য, সেই বিষয়টি হলো সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চেই মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড খ্যাত মিসেস পারমিতা বোসকে সংবর্ধনা দিলেন। সংবর্ধিত হয়ে আপ্লুত মিসেস পারমিতা বোস। ছবির পরিচালক এই মঞ্চেই ঘোষণা করলেন মিসেস পারমিতা বোস এই ছবিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। তবে সবটা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মার্চের শেষেই এক শুভ মুহূর্তে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ছবির পুরো বিষয় পরিষ্কার করে জানা যাবে জানালেন পরিচালকদ্বয়। পারমিতা বোস ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার অরিন, চলচ্চিত্র পরিচালক সঞ্জয় দাস এবং পিনাকী ভট্টাচার্য। এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সমাজের বিশিষ্টজন। সকল

কুমুদ সাহিত্য মেলায় "সমীর ভট্টাচার্য রত্ন " পাচ্ছেন সাংবাদিক গোপাল দেবনাথ

Image
সৌমী সেন : "হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন " মাইকেল মধুসূদন দত্ত এ কথাটি  সেই কবে বলেছিলেন সেটি আজ সর্বাঙ্গে সত্যি হতে চলেছে আগামী  3রা মার্চ মঙ্গলকোটের প্রোগ্রামে পল্লীকবির বসতভিটেয় সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত চলবে সাহিত্য মেলা. সাহিত্য মেলা শুধু বসবে না সেদিন বেশ কিছু বিশিষ্ট মানুষ তাদের হাতে বিশেষ রত্ন তুলে দেওয়া হবে.  বলাই বাহুল্য,  তারা নিজেরাই একেকটা রত্ন তাই তাদেরকে সম্মান জানানো হবে.  সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।  প্রত্যেকেই নিজ নিজ কাজে  পরিচিত  লাভ  করেছেন, তাদের সম্মান দেওয়া হবে এই দিন. " সমীর ভট্টাচার্য রত্ন " পাচ্ছেন সাংবাদিক গোপাল দেবনাথ.  দীর্ঘ প্রায় চার  দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেছেন , সাংবাদিক জগতে তাঁর অবদান অবিস্মরণীয়.  তাকে চেনেন না এমন কোনো সাংবাদিক নেই, ছোট-বড় তিনি সবার কাছেই সমানভাবে জনপ্রিয়.  সবার প্রিয় গোপাল দা হিসেবে. সেই গোপাল দেবনাথ কে সম্বর্ধনা দেওয়া হবে সমীর ভট্টাচার্য রত্ন  হিসেবে.  এছাড়াও বাকি যারা আছেন তারাও কিন্তু কোনো অংশে কম যান না আছেন কুমুদ সাহিত্যরত্ন প্রাপক কবিতা বন্দ্যোপ

২০২১ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

Image
নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লীঃ আজ পশ্চিমবঙ্গ সহ আরো ৫ রাজ্যের ২০২১ এর বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হলো। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিল নাড়ু এবং পন্ডিচেরী- এই পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। বাংলায় ভোট হবে আঠ দফায়। ২৭শে মার্চ হবে প্রথম দফায় ভোট। প্রথম দফার ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১ এ। মোট ৩০টি আসনে হবে পশ্চিমবাংলার প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফায় ভোট হবে ১লা এপ্রিল। বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর -২, পূর্ব মেদিনীপুর - ২, দক্ষিণ ২৪ পরগনা – ১ – এই জেলাগুলোতে হবে দ্বিতীয় দফার ভোট। মোট ৩০টি আসনে হবে দ্বিতীয় দফায় ভোট। তৃতীয় দফার ভোট হবে ৬ই এপ্রিল। মোট ৩১টি আসনে হবে পশ্চিম বাংলায় তৃতীয় দফার ভোট। চতুর্থ দফায় ভোট হবে   ১০ই এপ্রিল। হাওড়া -২, হুগলি - ২, দক্ষিণ ২৪ পরগনা - ৩, আলিপুরদুয়ার, কোচবিহার -   এই জেলাগুলোতে হবে ১০ই এপ্রিল ভোট। মোট ৪৪টি আসনে হবে চতুর্থ দফায় ভোট। পঞ্চম দফায় ভোট হবে ১৭ই এপ্রিল। মোট ৪৫টি আসনে হবে পশ্চিম বাংলার পঞ্চম দফায় ভোট। উত্তর ২৪ পরগনা -১, নদিয়া - ১, পূর্ব বর্ধমান -১ ,

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

Image
কমল কুমার বিশ্বাস , বালুরঘাট :- 'উজ্জীবন সোসাইটি’ এবং 'উত্তরের রোববার’-এর যৌথ উদ্যোগে আজ একুশে ফেব্রুয়ারি ২০২১,  রবিবার, সকাল আটটায়, তিওড় কিষাণ মান্ডিতে শ্রদ্ধার সাথে পালিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। প্রতি বছর এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয় । ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা চাই - এই দাবী আদায়ের সংগ্রামে শহীদদের আত্মদানের জন্য ১৯৯৯ সালে জাতি সঙ্ঘের ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে । তাই একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বের কাছে শুধু শোক আর বেদনার দিন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসব ও প্রেরণার দিন । এই মনোজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার বিশ্বাস , প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং একুশে স্মারক বক্তৃতা রাখেন বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন অধ্যাপক হিমাংশু কুমার সরকার । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস, তাপস চক্রবর্ত্তী, সৃজিত সাহা, অধ্যাপক নির্মল রায় , অনিতা বিশ্বাস, বিশ্বনাথ লাহা প্রমুখ।

বিজেপির প্রচারে লোক ভরাটে নিজেদের কর্মীদের দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে: জ্যোতিপ্রিয় মল্লিক

Image
স্বপন কুমার দাস,হাবরা (উত্তর ২৪ পরগনা) : বিজেপির মিটিং মিছিলে মানুষ যেতে চাইছে না তাই তাদের নিজেদের পরিবর্তন যাত্রায় নিজেদের কর্মীদের দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি দাবি রাজ‌্যের  খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শনিবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় এই পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের ১৪১টি পরিবারকে নিঃশর্ত জমির দলিল প্রদান ও মতুয়া সম্প্রদায়ের প্রায় আড়াইশো মতুয়াভক্তকে গামছা ও ডংকা বিলির অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কি কাজ হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বলেন, একশো কুড়ি কোম্পানি কেন বারোশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক তাতে তৃণমূলের আখেরে লাভ হবে। পাশাপাশি অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বলেন, উনি তো নিজেই বলছেন বিজেপি নেতারা তাঁকে ভাসিয়েছেন। বিজেপির নেতারা একে অপরকে ফাঁসানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা যদি এরকম কারবারে ব্যস্ত থাকে

প্রতিষ্ঠা দিবসে একঝাঁক নুতন চমকের মাধ্যমে শক্তি সঞ্চয়ের আভাস দিল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন'ঐক্য বাংলা'

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত ১৩ই ফেব্রুয়ারি এক বছর পূর্ণ করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  সেই উপলক্ষ্যে তারা সামাজিক মাধ্যমে গোটা দিনটি বিভিন্নভাবে উদযাপন করে। সেই সঙ্গে প্রকাশ করে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা।  কি কি ভাবে সামাজিক মাধ্যমে তাঁদের জন্মদিবস পালন করল 'ঐক্য বাংলা' ?  'ঐক্য বাংলা'র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঐক্যযোদ্ধা সৌম্য চৌধুরী জানান, " আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন কার্যকলাপের বিষয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করি। সেই সঙ্গে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন সদস্য, সহযোদ্ধা ও সমর্থক ভিডিওয় ঐক্য বাংলাকে শুভেচ্ছাবার্তা পাঠান। এছাড়াও সাংস্কৃতিক তথা সাহিত্য জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গের কাছ থেকে ব্যক্তিগত স্থরেও শুভেচ্ছাবার্তা পাওয়া গিয়েছে। সর্বোপরি 'ঐক্য বাংলা'র তরফ থেকে সকল সমর্থকদের আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।" শুধু সামাজিক মাধ্যমেই কেন বর্ষপূর্তি পালিত করা হল ?  এই প্রশ্নের উত্তরে 'ঐক্য বাংলা'র সভাপতি শ্রী অভিজিৎ গুহ নিয়োগী বলেন, " সামাজিক মাধ্যমে আমরা বহু কর

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নদীয়া কৃষ্ণনগরে পুলিশের হাতে আক্রান্ত " বলো Kolkata"

Image
সমীরণ দাস: কলকাতা:নদীয়ার কৃষ্ণনগরের সরস্বতী পূজার বিসর্জনের গন্ডগোলের ছবি করতে গিয়ে আক্রান্ত গিয়ে আক্রান্ত বলো কলকাতার   নদীয়া ডিস্ট্রিক্টের   সিনিয়র চিপ  রিপোর্টার সায়ণ মোদক। আমাদের  সংবাদমাধ্যমের রিপোর্টার কে  ফাইবার স্টিক দিয়ে প্রহার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আই কার্ড থাকা সত্বেও কেন মারলেন কোতোয়ালি থানার সিভিক পুলিশ কর্মী। নদীয়ার রিপোর্টার সায়ন ইতিমধ্যে সাংবাদিক হিসাবে যথেষ্ট পরিচিত  নাম। তাহলেও কি করে লাঠি পড়লো সায়নের গায়ে।  আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই সেই সিভিক পুলিশ কে যাঁরা সাধারণ আর সাংবাদিকদের মধ্যে ফারাক বুঝতে পারেন না। "সংবাদ সংগ্রহ করতে গিয়ে নদীয়া কৃষ্ণনগরে পুলিশের হাতে আক্রান্ত " বলো Kolkata" কারণ বহু বড় মিডিয়ার ঈর্ষার কারণ হয়ে উঠছে "বলো KOLKATA" । আমাদের উপর যত আঘাত আসবে আমরা আরো সক্রিয় হবো । কারন "সর্বদা সত্যের খোঁজে" বলো KOLKATA।

মিলন সমিতি উদযাপন করলো সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ

Image
  গোপাল দেবনাথ : কলকাতা, ১৬, ফেব্রুয়ারি, ২০২১। আমাদের রাজ্যে যে সকল সংস্থা কিংবদন্তি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন করেছে তাদের মধ্যে অন্যতম মধ্য কলকাতার হৃষিকেশ পার্কের মিলন সমিতি। এই মাসের ১৩ ও ১৪ তারিখ হৃষিকেশ পার্কে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ মহা সমারোহে উদযাপন করলো। এই অনুষ্ঠান কে সার্থক ভাবে রূপায়ণ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো সেন্টপলস স্কুল প্রাক্তনী (১৯৮০),  PROচেষ্টা এবং আর্থিক সহায়তা করে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর। গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠান শুরু হলেও সত্যজিৎ রায়ের উপর অনলাইন গল্প লেখার প্রতিযোগিতা শুরু হয় গত বছর ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও বহু গল্প এসেছে বলে জানালেন মিলন সমিতির সভাপতি সঞ্জিত মিত্র। প্রথম দিনের অনুষ্ঠান সত্যজিৎ রায়ের উপর অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় প্রায় ৬০জন অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। বিশেষভাবে সক্ষম ২২জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলের নজর কাড়ে। বাড়ি থেকে আঁকা নিয়ে আসে ২৫জন ক্ষুদে শিশু। দ্বিতীয় পর্যায়ে ছিল সত্যজিৎ রায়ের উপর একটি

পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিজেপির মৌন মিছিল

Image
  নিজস্ব প্রতিবেদন, পাণিহাটিঃ ১৪ই ফেব্রুয়ারী। পুলওয়ামায় ঘটে যাওয়া মর্মান্তিকতায় দিনটিকে স্মরণে রাখতে আয়োজন করা হয় এক মৌন মিছিলের। কলকাতা উত্তর শহরতলী জেলার ভারতীয় মজদুর সেলের পক্ষ থেকে শহীদ হওয়া ভারতীয় বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতি নিয়ে এইদিনের এই মিছিল আয়োজিত হয়। এইদিনের এই মিছিলে সামিল হন ভারতীয় জনতা মজদুর সেলের সর্বভারতীয় সভাপতি মিঠু চ্যাটার্জি , রাজ্য সম্পাদক আনন্দ ভট্টাচার্য, রাজ্য কমিটির অন্যতম সদস্য দিলীপ সাউ, কলকাতা উত্তর শহতলী জেলার ভারতীয় মজদুর সেলের জেলা সভাপতি অভিষেক দাশগুপ্ত, কলকাতা উত্তর শহতলী জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলি, ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহ-সভাপতি শ্রী সন্তোষ সিং, চৌহান জী, জেলার অন্যতম যুব নেতা সাগর ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য পদাধিকারীকরা।   প্রায় শতাধিক মানুষ এইদিনের এই মিছিলে পা মেলান। এইদিনের এই মিছিল শুরু হয় ঘোলা কদমতলা মোড় থেকে পার্থপুর বাজার পর্যন্ত। মিছিল শেষে ভারত সীমান্তে শহিদ হওয়া বীর সেনাদের প্রতিকৃতিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

প্রেমদিবস উৎযাপনে খাদ্য-বস্ত্র উপহার Next Envision এর

Image
নিজস্ব প্রতিবেদন, নদীয়াঃ ১৪ই ফেব্রুয়ারী প্রেম দিবস। আর প্রেম দিবস মানেই সকলে নিজেদের ভালোবাসার মানুষদের সাথে কাটানোর এক বিশেষ মূহূর্ত। তবে একবারও এইদিনটি উৎযাপনের ক্ষেত্রে মনেও করে দেখেন কি রাস্তার ধারে পড়ে থাকা অসহায় বাচ্চাগুলোর দিকে তাকাতে। নিজেদের শখ আল্লাদ মেটাতে পছন্দের মানুষটির হাত ধরে কোনো রেস্তোরাঁ কিংবা কোনো প্রেক্ষাগৃহে বসে ভালো সময় কাটান। তবে Next Envision NGO নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পিঙ্কি ঘোষ এবং তার টিমের রিঙ্কি, নিবেদিতা, নন্দিতা নিজেদের Valentine's day উজ্জাপন করলেন অসহায় কিছু পরিবারের সাথে। Next Envision NGO নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের হাতেও প্রেম দিবস উপলক্ষে ছিলো এক মুঠো গোলাপ। যাদের দু’বেলা ঠিক মতো খাবার জোটে না। যাদের ঠিক মতো নেই বস্ত্র। তাদের আবার আলাদা করে এই চাকচিক্কের দুনিয়ায় প্রেম দিবস উৎযাপনের সুযোগ আসে না। সেই সকল বেশ কিছু দুস্ত পরিবারের পাশে দাঁড়ালো Next Envision NGO নামক এই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রেম দিবসের উপহার হিসেবে কয়েকশো দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নতুন রকমারি পোশাক। বাচ্চাদের জন্যে নতুন পোশাকের সাথে

কুমুদ সাহিত্য মেলা ২০২১

Image
  কুমুদ সাহিত্য মেলার আমন্ত্রণপত্র  সাহিত্যসাথী,  আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতভিটেয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ' কুমুদ সাহিত্য মেলা'। ওইদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনাজ্ঞাপন থেকে বাউলগান সহ কবিতার আসর চলবে।সংবর্ধনা প্রাপকেরা হলেন - কুমুদ সাহিত্য রত্ন ( কবি - মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়), নজরুল ইসলাম রত্ন ( সঙ্গীতশিল্পী - সোনালী কাজী),  বিধান রায় রত্ন ( শিক্ষাবিদ - গৌতম তালুকদার),  সমীরণ চৌধুরী রত্ন ( ইতিহাসবিদ - সর্বজিত যশ), নুরুল হোদা রত্ন ( আইনজীবী - আনসার মন্ডল),  সমীর ভট্টাচার্য রত্ন ( সাংবাদিক - গোপাল দেবনাথ),  বর্ধমান রত্ন ( প্রাক্তন জাতীয় ভলিবলার - দেব কুমার ঘোষ),  রেজাউল করীম রত্ন ( চিকিৎসক - ডক্টর শিশির বিশ্বাস),  শান্তিনিকেতন রত্ন ( নাট্যকার  - গোঁরাচাদ মল্লিক),  ভাতার রত্ন ( অধ্যাপক - ডঃ ইমানুর রহমান),  মেমারি রত্ন ( কবি - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়),  গলসি রত্ন ( সাংবাদিক - আজিজুর রহমান)।  এছাড়া 'বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক' এর তরফে সাংবাদিক - দারকানাথ দাস, শিক্ষক - সাধন মন্ডল, সাংবাদিক - আমিরুল ইসলাম, বাচিক শ

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ স্মরণ উৎসবে জনজোয়ারে ভাসল প্রেক্ষাগৃহ

Image
জয়দেব দেবনাথ : কলকাতা, ২, ফেব্রুয়ারি, ২০২১। ভারতবর্ষের স্বাধীনতার প্রাণপুরুষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মরণে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে হলো। নেতাজীর আদর্শ, ত্যাগ, স্বাধীনতা সংগ্রাম, ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ-জীবনী বিষয়ক আলোচনা, কথা, গান, কবিতাপাঠ, নৃত্য, আবৃতি, নাটক ইত্যাদিতে শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরনে, বরনে মননে নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি স্মারক বক্তৃতা- ২০২১ এর মাধ্যমে প্রণাম ও শ্রদ্ধার্ঘ  অর্পণ করা হলো গত ৩০ জানুয়ারি মধ্য কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। আয়োজনে বাংলা -শিল্পী– সাহিত্যি– সমাজকর্মী–সাংবাদিক সমন্বয় সমিতি ও আম্বেদকর কালচারাল কলেজ।  ওই দিন উভয় বাংলার নানা প্রান্তের মহান ব্যাক্তিদের কর্ম কৃষ্টি প্রতিভাধর গুণীজন কলাকুশলী অভিনেতা, অভিনেত্রী, সমাজকর্মী, শিক্ষাব্রতী, সাংবাদিক, সমাজ সংস্কারকদের বলিষ্ঠ ভূমিকা ও অমর সৃষ্টিকে বিশ্ব বাসীর কাছে পৌঁছে  দিতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ব্রহ্মচারী মুরাল ভাই, অভিনেত্রী সান্ত্বনা বসু, শিল্পপতি কে কে সিং

ছোট-বড় পর্দা বাদে ডিজিটাল মাধ্যমেই হবে দ্যা নির্মল ফিল্মসের পথ চলা

Image
সৃঞ্চিনী পোদ্দার, সোদপুরঃ ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা। বাংলার চলচ্চিত্র জগতের অন্তরালে কলাকুশলীদের অভূতপুর্ব অভিনয় প্রকাশনার একমাত্র মাধ্যম ছবির পর্দা। আর করোনার হাত থেকে বাঁচতে লকডাউনের জেরে আজ সবটাই হাতের মুঠোয়। সবচেয়ে বেশি সক্রিয় এখন Digital Platform । আর তাই নিউ নর্মালে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার চল আসতে আসতে হারিয়ে যাচ্ছে। দর্শকরা ধৈর্য্য হারিয়ে ফেলছে দীর্ঘ দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখার ক্ষেত্রে। আর তাই এবার ডিজিটাল মাধ্যমে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় বিভিন্ন ছবি বাছাই করে এক সন্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করলো নির্মল শর্ট ফিল্ম অ্যাসেসমেন্ট অ্যাওয়ার্ড ২০২১ ।   পানিহাটির লোক সংস্কৃতি ভবনে নির্মল ফিল্মসের পরিচালনায় এদিন ইউটিউব শর্ট ফিল্মসের কলাকুশলীদের নিয়ে একটি অ্যাওয়ার্ড শো এর আয়োজন করা হয়। এইদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে Nirmal Films Technical Excellence & Active Co-Operation Award দেওয়া হয় Photography ছবির পরিচালক রাজশেখর চ্যাটার্জীকে, Most popular Actor Award (Female) সন্মানে ভূষিত করা হয় Adultery ছবির অভিনেত্রী রিঙ্কি ঘোষ, Most popular Actor Award (male) সন্মানে ভূষিত ক

রাজ্য জুড়ে বাঙালির ঘরে ঘরে স্কুল, অফিস,কলেজ, আদালতে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী,কি বললেন মৃৎশিল্পীরা?

Image
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ রাত পেরোলেই আর একদিন পর অর্থাৎ মঙ্গলবার সমগ্র রাজ্যজুড়ে স্কুল অফিস-আদালত কলেজ ও বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। আর ঠিক তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গার কুমোরটুলিতে মৃৎশিল্পীরা নাওয়া-খাওয়া ভুলে কোমর বেঁধে সরস্বতী প্রতিমা বানাতে ব্যস্ত, কারণ হাতে আর সময় নেই। প্রসঙ্গত, গত বছর শুরুর দিক থেকে সমগ্র বিশ্বজুড়ে করোনা মহামারীর কবলে পড়েছিল আমাদের দেশ ভারত বর্ষ তার জন্য ভারতবর্ষ জুড়ে টানা সাত-আট মাস লকডাউন ছিল।  লকডাউনের সময় মৃৎশিল্পীদের লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল তেমনি জমানো টাকা থেকে সংসার চালাতে হিমশিম খান শিল্পীরা। পাশাপাশি সরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ক্লাবের তরফ থেকে সকলকে ইতিমধ্যে চাল-ডাল বা নানান অনুদান দিয়ে সাহায্য করা হলেও প্রতিমা বিক্রি করতে পারেননি বলে এবছর দুর্গাপুজা-কালীপুজাতেও তাদের লক্ষীর ভাঁড় প্রায় শূন্য ছিল। তবে দুর্গাপুজা- কালীপুজাতে বেশ কিছু অর্ডার পেয়ে তাদের মুখে হাসি ফুটে ছিল বিস্তর। সঙ্গে  এবছরে ২০২১ সালের নতুন বছরে সরস্বতী পূজা হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা।

বন্ধ সমর্থনের দাবীতে রেললাইনে অবরোধ বাম কংগ্রেসের

Image
বলোরাম বোস, বেলঘরিয়া:সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটি পক্ষ থেকে বন্ধের সমর্থনে মিছিল করে বেলঘরিয়া স্টেশনে যায় । বেলঘড়িয়া স্টেশনে মিছিল করে।  দমদম থেকে বেলঘড়িয়ার দিকে ঢোকার আগে  ব্যারাকপুর লোকাল আটকে দেওয়া হয়।  অবরোধকারীরা ট্রেন আটকে প্রতিবাদ জানাতে থাকে। ঘটনাস্থলে সাথে সাথে আরপিএফ, জিআরপি এবং বেলঘড়িয়া থানার পুলিশ আসে। প্রশাসনের তৎপরতায় অবরোধ তুলে নেওয়া হয়। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতা দিব্যেন্দু মিত্র, কল্লোল মুখার্জি, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, প্রাক্তন কাউন্সিলার সুব্রত চ্যাটার্জী, রেলওয়ে হকার্স নেতা রঞ্জিত সরকারও এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। 

ডায়মন্ড হারবারে বুকে বিধায়কের নামে গদ্দার পোস্টার

Image
  সমীরণ দাস: কলকাতা:দল বিরোধী কাজ এবং স্বজন পোষণের কথা আগেই শোনা যেত এলাকাবাসির মুখে। দলত্যাগী দক্ষিণ ২৪পরগনার বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে এবার পোস্টারে ছেয়ে গেল ডায়মন্ড হারবার এলাকা। গদ্দারে বিরুদ্ধে এই পোস্টার নাগরিক বৃন্দের। আগামী দিনে দেখার আরো কত লুকিয়ে থাকা গদ্দার সামনে আসেন সুবিধা নিতে রাজনীতির ?বললেন স্থানিয় বাসিন্দা।

ছোট ছবির বড় ভাবনার উৎসব সমাপ্ত

Image
শুভ ঘোষ, কলকাতাঃ এক রাশ ভাবনার রেশ রেখে শেষ হলো কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল। শুরু থেকেই এই উৎসবকে ঘিরে সিনেমাপ্রেমীদের উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। ডিজিটাল দুনিয়ার মাঝে চলচ্চিত্র প্রেমীদের বিনোদন দিতে প্রতি বছরর মতো এবছরেও অনুষ্ঠিত হয় এই কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল।   উৎসবের সেরা ছবি নির্বাচিত হয়েছে 'পে'। বাল বিবাহ তথা কন্যা শিশুর শিক্ষার অধিকার নিয়ে তৈরি ছোট ছবি ফ্রিডম জিতল সেরা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট ছবির শিরোপা। উৎসবে সমঝদারদের চোখ টেনেছ ফ্রান্সে নির্মিত 'পিপো ব্লাইন্ড লাভ' জিতেছে সেরা চলচিত্রায়ণের খেতাব। উৎসবের সেরা অভিনেতার পুরস্কার উৎসর্গীকৃত করা হয়েছে পুরনো দিনের চরিত্রাভিনেতা জীবন গুহ'র নামে। প্রয়াত অভিনেতার স্ত্রী মৌ গুহ এই সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন মধুরিমা ঘোষের হাতে। মধুরিমা 'দুগ্গি' ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন। উৎসব শেষ। তবে ভাবনার রেশ রয়ে গেছে। উৎসবের সমাপ্তি সুর বেঁধে দিলেন পন্ডিত মল্লার ঘোষ। তাঁর তালবাদ্যে মুখরিত হয় প্রেক্ষাগৃহ। অপেক্ষা একটা বছর।