ছোট ছবির বড় ভাবনার উৎসব সমাপ্ত



শুভ ঘোষ, কলকাতাঃ এক রাশ ভাবনার রেশ রেখে শেষ হলো কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল। শুরু থেকেই এই উৎসবকে ঘিরে সিনেমাপ্রেমীদের উৎসাহ ছিল লক্ষ্য করার মতো।ডিজিটাল দুনিয়ার মাঝে চলচ্চিত্র প্রেমীদের বিনোদন দিতে প্রতি বছরর মতো এবছরেও অনুষ্ঠিত হয় এই কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল।

 


উৎসবের সেরা ছবি নির্বাচিত হয়েছে 'পে'। বাল বিবাহ তথা কন্যা শিশুর শিক্ষার অধিকার নিয়ে তৈরি ছোট ছবি ফ্রিডম জিতল সেরা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট ছবির শিরোপা। উৎসবে সমঝদারদের চোখ টেনেছ ফ্রান্সে নির্মিত 'পিপো ব্লাইন্ড লাভ' জিতেছে সেরা চলচিত্রায়ণের খেতাব। উৎসবের সেরা অভিনেতার পুরস্কার উৎসর্গীকৃত করা হয়েছে পুরনো দিনের চরিত্রাভিনেতা জীবন গুহ'র নামে। প্রয়াত অভিনেতার স্ত্রী মৌ গুহ এই সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন মধুরিমা ঘোষের হাতে। মধুরিমা 'দুগ্গি' ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন।


উৎসব শেষ। তবে ভাবনার রেশ রয়ে গেছে। উৎসবের সমাপ্তি সুর বেঁধে দিলেন পন্ডিত মল্লার ঘোষ। তাঁর তালবাদ্যে মুখরিত হয় প্রেক্ষাগৃহ। অপেক্ষা একটা বছর।

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি