‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন



কমল কুমার বিশ্বাস , বালুরঘাট :- 'উজ্জীবন সোসাইটি’ এবং 'উত্তরের রোববার’-এর যৌথ উদ্যোগে আজ একুশে ফেব্রুয়ারি ২০২১,  রবিবার, সকাল আটটায়, তিওড় কিষাণ মান্ডিতে শ্রদ্ধার সাথে পালিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। প্রতি বছর এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয় । ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা চাই - এই দাবী আদায়ের সংগ্রামে শহীদদের আত্মদানের জন্য ১৯৯৯ সালে জাতি সঙ্ঘের ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে । তাই একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বের কাছে শুধু শোক আর বেদনার দিন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসব ও প্রেরণার দিন । এই মনোজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার বিশ্বাস , প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং একুশে স্মারক বক্তৃতা রাখেন বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন অধ্যাপক হিমাংশু কুমার সরকার । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস, তাপস চক্রবর্ত্তী, সৃজিত সাহা, অধ্যাপক নির্মল রায় , অনিতা বিশ্বাস, বিশ্বনাথ লাহা প্রমুখ। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  কবি, লেখক, গায়ক, নৃত্যশিল্পী সহ সকল সংস্কৃতিকর্মীদের নানান বর্ণময় অনুষ্ঠানে অনুষ্ঠান স্থল মুখরিত ছিল ।



এ দিনের মঞ্চে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও স্মরণ ছিল মুখ্য উদ্দেশ্য।  অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ছিলেন সূরজ দাশ ও বিশ্বনাথ লাহা ।শহীদ বেদীতে  পুষ্পমালা অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত, অতিথি বরণ, স্মারক বক্তৃতা, স্বরচিত কবিতা পাঠ,  সঙ্গীত,দেশাত্মবোধক  নৃত্য, আবৃত্তি পরিবেশন, বসে আঁকো প্রতিযোগিতা সহ শ্রুতি নাটক ছিল সারাদিনের আয়োজন। উত্তরের রোববারের বার্ষিক অনুষ্ঠান ২০২০ - র 'উত্তরের রোববার সম্মান' পেলেন  হিমাংশু কুমার সরকার ( ইতিহাসবিদ ও গবেষক ) এবং কারিগর সম্মান পেলেন স্বপন কুমার বিশ্বাস ( শিক্ষক ও সমাজসেবী ) ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করবেন বিশিষ্ট সঞ্চালক সঞ্জয় কর্মকার ও নন্দিনী মানী। উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাস বলেন প্রতিবছর এই দিনটি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শূন্যরেখায় হিলি সীমান্তে পালিত হয়ে আসছে । এ বছর করনা ভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠানটি শূন্যরেখায় করা সম্ভব হয়নি। তবে দুই বাংলার মানুষের আত্মিক মিলনের জন্য অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো