পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিজেপির মৌন মিছিল
নিজস্ব প্রতিবেদন, পাণিহাটিঃ ১৪ই ফেব্রুয়ারী। পুলওয়ামায় ঘটে যাওয়া মর্মান্তিকতায় দিনটিকে স্মরণে রাখতে আয়োজন করা হয় এক মৌন মিছিলের। কলকাতা উত্তর শহরতলী জেলার ভারতীয় মজদুর সেলের পক্ষ থেকে শহীদ হওয়া ভারতীয় বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতি নিয়ে এইদিনের এই মিছিল আয়োজিত হয়। এইদিনের এই মিছিলে সামিল হন ভারতীয় জনতা মজদুর সেলের সর্বভারতীয় সভাপতি মিঠু চ্যাটার্জি , রাজ্য সম্পাদক আনন্দ ভট্টাচার্য, রাজ্য কমিটির অন্যতম সদস্য দিলীপ সাউ, কলকাতা উত্তর শহতলী জেলার ভারতীয় মজদুর সেলের জেলা সভাপতি অভিষেক দাশগুপ্ত, কলকাতা উত্তর শহতলী জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলি, ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহ-সভাপতি শ্রী সন্তোষ সিং, চৌহান জী, জেলার অন্যতম যুব নেতা সাগর ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য পদাধিকারীকরা।
প্রায় শতাধিক মানুষ এইদিনের
এই মিছিলে পা মেলান। এইদিনের এই মিছিল শুরু হয় ঘোলা কদমতলা মোড় থেকে পার্থপুর বাজার
পর্যন্ত। মিছিল শেষে ভারত সীমান্তে শহিদ হওয়া বীর সেনাদের প্রতিকৃতিতে মাল্যদান করে
মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Comments
Post a Comment