কুমুদ সাহিত্য মেলায় "সমীর ভট্টাচার্য রত্ন " পাচ্ছেন সাংবাদিক গোপাল দেবনাথ
সৌমী সেন : "হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন " মাইকেল মধুসূদন দত্ত এ কথাটি সেই কবে বলেছিলেন সেটি আজ সর্বাঙ্গে সত্যি হতে চলেছে আগামী 3রা মার্চ মঙ্গলকোটের প্রোগ্রামে পল্লীকবির বসতভিটেয় সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত চলবে সাহিত্য মেলা. সাহিত্য মেলা শুধু বসবে না সেদিন বেশ কিছু বিশিষ্ট মানুষ তাদের হাতে বিশেষ রত্ন তুলে দেওয়া হবে. বলাই বাহুল্য, তারা নিজেরাই একেকটা রত্ন তাই তাদেরকে সম্মান জানানো হবে. সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। প্রত্যেকেই নিজ নিজ কাজে পরিচিত লাভ করেছেন, তাদের সম্মান দেওয়া হবে এই দিন. " সমীর ভট্টাচার্য রত্ন " পাচ্ছেন সাংবাদিক গোপাল দেবনাথ. দীর্ঘ প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেছেন , সাংবাদিক জগতে তাঁর অবদান অবিস্মরণীয়. তাকে চেনেন না এমন কোনো সাংবাদিক নেই, ছোট-বড় তিনি সবার কাছেই সমানভাবে জনপ্রিয়. সবার প্রিয় গোপাল দা হিসেবে. সেই গোপাল দেবনাথ কে সম্বর্ধনা দেওয়া হবে সমীর ভট্টাচার্য রত্ন হিসেবে. এছাড়াও বাকি যারা আছেন তারাও কিন্তু কোনো অংশে কম যান না আছেন কুমুদ সাহিত্যরত্ন প্রাপক কবিতা বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলাম রত্ন প্রাপক সংগীত শিল্পী সোনালী কাজী। বিধান রায় রত্ন' পাচ্ছেন শিক্ষাবিদ গৌতম তালুকদার সমীরণ চৌধুরী রত্ন' পাচ্ছেন ইতিহাসবিদ সর্বজিৎ যশ. আনসার মন্ডল । "বর্ধমান রত্ন " পাচ্ছেন প্রাক্তন জাতীয় ভলিবল প্লেয়ার দেব কুমার ঘোষ । রেজাউল করিম রত্ন পাচ্ছেন চিকিৎসক ডক্টর শিশির বিশ্বাস শান্তিনিকেতন রত্ন' পাচ্ছেন নাট্যকার গোরাচাঁদ মল্লিক। ভাতার রত্ন' পাচ্ছেন অধ্যাপক ডক্টর ইমানুর রহমান। মেমারি রত্ন পাচ্ছেন কবি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় গলসি রত্ন দেওয়া হবে আজিজুর রহমানকে এছাড়াও বাংলার খবরা খবর নিউজ নেটওয়ার্কে সাংবাদিক দ্বারকানাথ সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজে এর সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ দাস। সবমিলিয়ে সাহিত্য মেলা ও কবিতার আসর হয়ে উঠবে জমজমাট আর অপেক্ষা মাত্র কয়েকটা দিন তারপর এই বসবে এই কবিতার আসর। বাংলার রত্ন ভান্ডার থেকে এক ঝাঁক রত্ন থাকবে এই আসরে তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মান আর সম্মানিত ও সমৃদ্ধ হবে মানবজাতি .
Comments
Post a Comment