প্রেমদিবস উৎযাপনে খাদ্য-বস্ত্র উপহার Next Envision এর

নিজস্ব প্রতিবেদন, নদীয়াঃ ১৪ই ফেব্রুয়ারী প্রেম দিবস। আর প্রেম দিবস মানেই সকলে নিজেদের ভালোবাসার মানুষদের সাথে কাটানোর এক বিশেষ মূহূর্ত। তবে একবারও এইদিনটি উৎযাপনের ক্ষেত্রে মনেও করে দেখেন কি রাস্তার ধারে পড়ে থাকা অসহায় বাচ্চাগুলোর দিকে তাকাতে।

নিজেদের শখ আল্লাদ মেটাতে পছন্দের মানুষটির হাত ধরে কোনো রেস্তোরাঁ কিংবা কোনো প্রেক্ষাগৃহে বসে ভালো সময় কাটান। তবে Next Envision NGO নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পিঙ্কি ঘোষ এবং তার টিমের রিঙ্কি, নিবেদিতা, নন্দিতা নিজেদের Valentine's day উজ্জাপন করলেন অসহায় কিছু পরিবারের সাথে।


Next Envision NGO নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের হাতেও প্রেম দিবস উপলক্ষে ছিলো এক মুঠো গোলাপ। যাদের দু’বেলা ঠিক মতো খাবার জোটে না। যাদের ঠিক মতো নেই বস্ত্র। তাদের আবার আলাদা করে এই চাকচিক্কের দুনিয়ায় প্রেম দিবস উৎযাপনের সুযোগ আসে না। সেই সকল বেশ কিছু দুস্ত পরিবারের পাশে দাঁড়ালো Next Envision NGO নামক এই স্বেচ্ছাসেবী সংগঠন।



প্রেম দিবসের উপহার হিসেবে কয়েকশো দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নতুন রকমারি পোশাক। বাচ্চাদের জন্যে নতুন পোশাকের সাথে ছিলো তাদের পছন্দসই নানা রকম খাবার । তালিকায় ছিলো – কেক, বিস্কুট, কুরকুরে , লজেন্স ইত্যাদি। এই সমস্ত অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য কুর্ণিশ জানিয়েছেন জেলাবাসী। আগামীদিনেও এই ভাবে অসহায় পরিবারের পাশে থেকে নিজেদের আনন্দ ভাগ করে নেওয়ার আশ্বাস Next Envision NGO এর সদস্যদের।





Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো