২০২১ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা


নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লীঃ আজ পশ্চিমবঙ্গ সহ আরো ৫ রাজ্যের ২০২১ এর বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হলো। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিল নাড়ু এবং পন্ডিচেরী- এই পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল।



বাংলায় ভোট হবে আঠ দফায়। ২৭শে মার্চ হবে প্রথম দফায় ভোট। প্রথম দফার ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১ এ। মোট ৩০টি আসনে হবে পশ্চিমবাংলার প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফায় ভোট হবে ১লা এপ্রিল। বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর -২, পূর্ব মেদিনীপুর - ২, দক্ষিণ ২৪ পরগনা – ১ – এই জেলাগুলোতে হবে দ্বিতীয় দফার ভোট। মোট ৩০টি আসনে হবে দ্বিতীয় দফায় ভোট। তৃতীয় দফার ভোট হবে ৬ই এপ্রিল। মোট ৩১টি আসনে হবে পশ্চিম বাংলায় তৃতীয় দফার ভোট। চতুর্থ দফায় ভোট হবে  ১০ই এপ্রিল। হাওড়া -২, হুগলি - ২, দক্ষিণ ২৪ পরগনা - ৩, আলিপুরদুয়ার, কোচবিহার -  এই জেলাগুলোতে হবে ১০ই এপ্রিল ভোট। মোট ৪৪টি আসনে হবে চতুর্থ দফায় ভোট। পঞ্চম দফায় ভোট হবে ১৭ই এপ্রিল। মোট ৪৫টি আসনে হবে পশ্চিম বাংলার পঞ্চম দফায় ভোট। উত্তর ২৪ পরগনা -১, নদিয়া - ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি- এই জেলাগুলোতে ভোট হবে ১৭ই এপ্রিল। 

ষষ্ঠ দফায় ভোট হবে ২২শে এপ্রিল। মোট ৪৩টি আসনে হবে ষষ্ঠ দফায় ভোট। তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা -১, নদিয়া - ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর - এই জেলাগুলো। সপ্তম দফায় ভোট হবে ২৬শে এপ্রিল। মোট ৩৬টি আসনে হবে সপ্তম দফার ভোট। তার মধ্যে রয়েছে মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর জেলা সমূহ। অষ্টম দফায় ভোট হবে ২৯শে এপ্রিল। মোট ৩৫টি আসনে হবে অষ্টম দফায় ভোট। তার মধ্যে রয়েছে - মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম – এই জেলা সমূহ। সমস্ত রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে ২রা মে

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো