সংবাদ সংগ্রহ করতে গিয়ে নদীয়া কৃষ্ণনগরে পুলিশের হাতে আক্রান্ত " বলো Kolkata"
সমীরণ দাস: কলকাতা:নদীয়ার কৃষ্ণনগরের সরস্বতী পূজার বিসর্জনের গন্ডগোলের ছবি করতে গিয়ে আক্রান্ত গিয়ে আক্রান্ত বলো কলকাতার নদীয়া ডিস্ট্রিক্টের সিনিয়র চিপ রিপোর্টার সায়ণ মোদক। আমাদের সংবাদমাধ্যমের রিপোর্টার কে ফাইবার স্টিক দিয়ে প্রহার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আই কার্ড থাকা সত্বেও কেন মারলেন কোতোয়ালি থানার সিভিক পুলিশ কর্মী। নদীয়ার রিপোর্টার সায়ন ইতিমধ্যে সাংবাদিক হিসাবে যথেষ্ট পরিচিত নাম। তাহলেও কি করে লাঠি পড়লো সায়নের গায়ে।
আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই সেই সিভিক পুলিশ কে যাঁরা সাধারণ আর সাংবাদিকদের মধ্যে ফারাক বুঝতে পারেন না।
"সংবাদ সংগ্রহ করতে গিয়ে নদীয়া কৃষ্ণনগরে পুলিশের হাতে আক্রান্ত " বলো Kolkata" কারণ বহু বড় মিডিয়ার ঈর্ষার কারণ হয়ে উঠছে "বলো KOLKATA" । আমাদের উপর যত আঘাত আসবে আমরা আরো সক্রিয় হবো । কারন "সর্বদা সত্যের খোঁজে" বলো KOLKATA।
Comments
Post a Comment