ঐতিহ্যের স্বীকৃতি ও মানবিকতার মেলবন্ধন


শুভজিৎ দত্তগুপ্ত, কলকাতা: পুজো সম্মাননার সঙ্গে প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটালো 'উই আর দা কমন পিপল'। শারদ উৎসবের আবহে ‘উই আর দা কমন পিপল’ সংগঠন এবারও তাদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শিরোনামে। প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যা ছন্দা দত্তগুপ্তের স্মৃতিকে সম্মান জানিয়ে কলকাতার বারোটি ঐতিহ্যবাহী পুজো কমিটিকে “Chhanda Duttagupta Award for Excellence in Festive Heritage & Social Commitment” প্রদান করা হয়েছে।


সম্মানপ্রাপ্ত পুজো কমিটিগুলির তালিকায় রয়েছে: নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, কাশীবোস লেন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি, পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী এবং মণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি। বিশেষ সম্মানে ভূষিত হয়েছে সোনাগাছির দুর্গোৎসব কমিটি—যারা পেয়েছে ‘নারী শক্তির সম্মাননা’।

এই উপলক্ষে উৎসবের খুশি সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যে ৫০ জন ইটভাটা শ্রমিকের সন্তানকে নতুন জামা উপহার দিয়ে এক আনন্দময় পুজো পরিক্রমার আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্তের বক্তব্য, “আমরা চাই দুর্গোৎসব হোক ঐতিহ্য রক্ষা এবং প্রান্তিক মানুষদের জীবনে আনন্দ এনে দেওয়ার অঙ্গীকার। উৎসবের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তনের সংকল্প নিচ্ছি।”



Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক