মহিলাদের স্বনির্ভরতায় বিশেষ উদ্যোগ হাওড়ায়

শুভ ঘোষ,হাওড়া : হাওড়া জেলার বাগনান মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরিব অসহায় পিছিয়ে পড়া মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। কোনো উপহার দিয়ে নয়। আগামীতে নিজেদের পরিচয় তৈরি করবার বার্তা দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বিনামূল্যে সেলাই শেখানো হয়। ‌  ‌


হাওড়া জেলার বাগনান খাঁজুটি বাদশা মোড়ে অবস্থিত মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে মহিলাদের সাবলম্বী করার জন্য ৩০ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। গত কয়েক বছর ধরে গরীব মহিলাদের সাবলম্বী জন্য সেলাই মেশিন দেন। এখনো পর্যন্ত ৭০০ জন মহিলারা উপকৃত হয়েছেন।মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ফ্রিতে টেলারিং স্কুলের কাজ শেখানো হয় এছাড়া ফ্রিতে ছোট শিশুদের শিক্ষার প্রসারের জন্য স্কুলের ব্যবস্থা করেন। মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্ট ডাইরেক্টর সামিনা মল্লিক, মোস্তফা মোজাস্মেল মল্লিক,আলী হোসেন মল্লিক সহ আরো অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের পাশে থাকতে পেরে খুবই খুশি বলে জানান মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। 



Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক