তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

 

পুলক চক্রবর্তী, উত্তর পাড়া: উত্তরপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির এবং পৌর মাতা মানসী সিংহের উদ্যোগে ১৪তম রক্তদান শিবির বিড়লা মোড়, মাখলা, ইডেন প্লাজা কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্যজুড়ে চলতে থাকা রক্তের সংকট কাটাতেই এই উদ্যোগে সামিল হন সকলে। এই শিবিরে মোট ১২০ জন রক্ত দেন। এদের মধ্যে ৩০ জন মহিলা ও ছিলেন। রক্তদাতাদের মধ্যে রক্ত দানের জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মুমূর্ষ রোগীদের স্বার্থে সাধারণ মানুষকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য পেশ করেন ২২ নম্বর ওয়ার্ড কমিটির নেতা মানিক সিংহ, উত্তরপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রীমতি মানসী সিংহ ,উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব, পৌরসভার কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি এবং ইন্দ্রজিৎ ঘোষ , পৌরসভার কাউন্সিলর অর্ণব রায় ও উত্তরপাড়া থানার আইসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে রক্তদান শিবির। অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক, মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করেন মানিক সিংহ মহাশয় ও শ্রীমতি মানসী সিংহ। সমগ্র রক্তদান শিবিরটি পরিচালনা করেন পৌর মাতা মানসী সিংহ। রক্তদাতাদের হাতে উত্তরীয়, পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট, একটি করে ফলের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক