কোন্নগরে মাদার মেরি পাবলিক হাইস্কুলে শিক্ষক দিবস পালন

 

পুলক চক্রবর্তী: কোন্নগর:  সর্বপল্লী ডাক্তার রাধা কৃষ্ণান রায়ের জন্মদিন। ১৮৮৮ সালে ৫সেপ্টেম্বর ম্যাড্রাসে জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ রায়। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশাই অটো স্ট্যান্ড এর কাছে নৈটি রোডের ওপর মাদার মেরি পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে অরুণ মিশ্রার উদ্যোগে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ছাত্র ছাত্রীরা আবৃতি, নিত্য, গান পরিবেশন করেন। কোন্নগরের মাদার মেরি পাবলিক হাই স্কুলের কেক কেটে, ফুলের মালা পরিয়ে, মিষ্টির প্যাকেট বিতরণ করে দিনটি পালন করা হয়। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি। এবার তার ১৩৮ তম জন্মদিন পালন হচ্ছে সাড়ম্বরে। দেশব্যাপী এই দিন দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাই শিক্ষক কুলকে সম্মান জানাতে কোন্নগরে মাদার মেরি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা নানান অনুষ্ঠানের আয়োজন করে এদিন। এই পেশা কঠোরপরিশ্রম এবং নিষ্ঠার দাবি রাখে। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মাদার মেরি পাবলিক হাইস্কুলের সম্পাদক অরুন কুমার মিশ্রা। প্রধান শিক্ষিকা শ্রীমতি কাঞ্চনা মিশ্রা, আয়ুস মিশ্রা, সমীরন দাসএবং সকল শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা ছাড়াও অভিভাবকগণ ও কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক