রাজরাজেশ্বরী সেবা মঠে রাধাষ্টমী উৎসব পালন


পুলক চক্রবর্তী, কোন্নগর: কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা  মঠে রাধা অষ্টমী উৎসব উপলক্ষে সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীর সংখ্যা আরো বাড়তে থাকে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণার্থীদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। শ্রীমতি রাধা রানীর আবির্ভাব মহোৎসব রাধা অষ্টমী পালন করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন, দুজনেই সমান, যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, যেমন অভেদ করা যায় না তদরুপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম। শ্রীমতি রাধারানী কে ভোগ দেওয়া হয় মন্দির খোলা থাকে সারারাত। সেবা মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচিচৎ স্বরূপ এবং শ্রীধর দ্বিবেদী  বলেন, প্রতিবছর রাধা অষ্টমী পূজোয় কয়েকশত ভক্তের সমাগম হয় মন্দিরে। রাধারানী কে ভোগ নিবেদনে ছিল দুধ, দই, মাখন, মোহনভোগ, পায়েস, চাটনি, পোলাও, বাসন্তী পোলাও, মধু, আতা ফল, বিভিন্ন রকমের ফল ,মিষ্টি, খিচুড়ি, তালের বড়া, পাঁচ রকমের ভাজা, চিনি, জল প্রভৃতি। উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মন্ত্র এবং  স্ত্রোতপাঠের মাধ্যমে বিশেষ পুজো পাঠ করা হয়। মঠে শ্রীমতি রাধারানীর রাধা অষ্টমী দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে সারাদিন ধরে চলে পুজো পাট, হোম, যজ্ঞ। মন্দিরে আরো অনেক বিগ্ৰহ রয়েছে। রাধা অষ্টমীতে সেগুলিরও পুজো হয়। মন্দিরে ৬৪ টি  যোগিনীর পুজো হয়। সকালে শোভাযাত্রা বের হয় এতে কয়েকশত ভক্ত সামিল হন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছিল ব্যাপক পুলিশি ব্যবস্থা। এ বিষয়ে রাজরাজেশ্বরী সেবা মঠের পক্ষ থেকে শ্রীধর দ্বিবেদী জানান রাধা অষ্টমী উপলক্ষে আমরা দুইদিন ধরে উৎসবের মাধ্যমে পালন করছি। মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঠের সাধুরা কীর্তন করেছেন। মঠে শ্রীমতি রাধা অষ্টমী দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে। সকালে শোভাযাত্রা বের হয় এতে কয়েকশত ভক্ত সামিল হন। শ্রীধর দ্বিবেদী বলেন আমরা দুই দিন ধরে উৎসব পালন করছি। রাধা অষ্টমী উপলক্ষে পুজোর আয়োজনে ছিলেন ব্রহ্মচারী ঋত্বিক মিশ্রা, সৌরভ মিশ্রা, রবি চৌবে, প্রভাত পাচৌরি সহ প্রমুখরা।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক