হুগলিতে সারা বাংলা ওপেন তাইকোণ্ড প্রতিযোগিতা

 

পুলক চক্রবর্তী, কোন্নগর: হুগলির বৈঁচিতে অনুষ্ঠিত হল দু'দিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো আয়োসিয়েশন। 

এদিন রাজ্যের ১৭ টি জেলা থেকে ৩৭০ জন প্রতিযোগী ওই অংশগ্রহণ করে। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক সিয়ং, হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথ নাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো আয়োসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। প্রতিযোগিতা উপলক্ষে রবিবার ছুটির দিন সকাল থেকেই যেন চাঁদের হাট বসে বৈঁচিতে। প্রতিযোগীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও উপস্থিত হন বৈঁচি স্টেশন সংলগ্ন ব্লু স্টার ক্লাব প্রাঙ্গণে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। সন্ধ্যার সময় বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হয়।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক