পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজোয় এবার জলছবি
শুভ ঘোষ ,কলকাতা: এবার পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজোয় এসেছে এক অভিনব উদ্যোগ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল সংরক্ষণ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে তাদের থিম রাখা হয়েছে ‘জলছবি’। বড় বড় ঘুড়িতে লেখা হয়েছে জল বাঁচানোর স্লোগান। আকাশ ভরে উঠেছে নানা রঙের ঘুড়িতে,প্রতিটিতেই জল সচেতনতার বার্তা।
বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে এই বিশেষ উদ্যোগ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।ছোট ছোট শিশুরা উচ্ছ্বাসে ঘুড়ি ওড়াচ্ছিল,আর তাদের হাতে থাকা ঘুড়ির স্টিকারে ফুটে উঠছিল পরিবেশ বাঁচানোর ডাক।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,পুকুরের জলে ভাসমান মণ্ডপই এ বছরের আকর্ষণ,যা প্রতীকীভাবে মানুষকে জল রক্ষার গুরুত্ব মনে করিয়ে দেবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের সম্পাদক সন্দীপ রঞ্জন বক্সী। সঙ্গে ছিলেন ক্লাবের সম্পাদক দেবরাজ রায়চৌধুরীও।সন্দীপবাবু জানান,আমরা চাই এলাকার মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে। আগামী প্রজন্মের জন্য জল বাঁচানো এখন সময়ের দাবি।
পদ্মপুকুর এলাকায় এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে।ঘুড়ির মতো সহজ মাধ্যমকেই ব্যবহার করে যে বড় সামাজিক বার্তা পৌঁছে দেওয়া যায়,সেটাই এবার প্রমাণ করল পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন।
Comments
Post a Comment