ডোর টু ডোর ভোটার কার্ড ভেরিফিকেশন কংগ্রেসের
নিজস্ব প্রতিবেদন, মালদা: জাতীয় রাজনীতিতে SIR নিয়ে প্রতিদিন তোলপাড় হচ্ছে গোটা দেশে। জাতীয় কংগ্রেসের (Congress) কেন্দ্রীয় কমিটির নেতা রাহুল গান্ধীর ( Rahul Gandhi ) বিহার জুড়ে যে মিছিল তাতে উপচে পড়া জনমানসের ভিড় এবং SIR এর বিরুদ্ধে প্রতিবাদ দেশের মানুষের নজর কেড়েছে।
SIR এর মাধ্যমে বিহারে (Bihar) লক্ষ্য লক্ষ্য মানুষের ভোটার তালিকায় নাম বাতিল। লক্ষ্য করা গেছে বেশীরভাগ পিছিয়ে পড়া মানুষের ভোটার তালিকায় (Voter List) নাম নেই। অসংখ্য বৈধ ভোটারদের মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে রাহুল গান্ধী তুলে ধরেছেন।
এবার সকলের নজর পশ্চিম বঙ্গের দিকে। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গে (West Bengal ) SIR হতে চলেছে এমনটাই সূত্রের খবর।
রাহুল গান্ধীর ও যুব কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডোর টু ডোর অর্থাৎ বাড়ি বাড়ি ভোটার তালিকা ভেরিফিকেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রঘুনাথগঞ্জ ১নং ব্লক যুব কংগ্রেস ও জঙ্গীপুর টাউন যুব কংগ্রেসের উদ্দ্যোগে ভোটার তালিকা ভেরিফিকেশন কর্মসূচি গ্রহণ করা। এদিন যুবরা ১২নং ওয়ার্ডের ১৬৬ নং বুথের মহম্মদপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভেরিফিকেশন করেন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাকেশ সেখ, যুব টাউন সভাপতি বাসির সুলতান এবং অঞ্চল যুব নেতৃত্ব। এছাড়াও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদার কংগ্রেসের ব্লক নেতা হামদুল সেখ, টাউন সভাপতি মোহন মাহাতো, মহকুমা সহ সভাপতি মনিরুজ্জামান আরাফাত।
Comments
Post a Comment