Posts

Showing posts from August, 2021

সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর 'খুঁটিপূজো উৎযাপন

Image
গোপাল দেবনাথ, কলকাতা: আর মাত্র কিছুদিন পরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব শুরু হবে। বর্তমানে সারা বিশ্বজুড়েই দুর্গাপুজোর আয়োজন করা হয়। আমাদের দেশের সব রাজ্যেই দুর্গাপুজো মহা সমারোহে আয়োজিত হয়। কিন্তু এই বাংলায় বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দুগাপুজোর নাম ডাক বিশ্বজোড়া। কলকাতায় আয়োজিত বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এর শারদীয়া দুর্গা পূজো অন্যতম। এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো এই বছর ৮৬ তম বর্ষে পদার্পন করলো। শুভ জন্মাষ্টমীর পুন্যলগ্নে ঐতিহ্যবাহী এই দুর্গা পুজো কে কেন্দ্র করে 'খুঁটিপূজো' র অনুষ্ঠান আজ মহা সাড়ম্বরে পালিত হলো। খুঁটি পুজো শেষ হওয়ার সাথে সাথে প্রবল বর্ষণও এই পুজোর আনুষাঙ্গিক উপাচার কে বাধাপ্রাপ্ত করতে পারেনি। পুরোহিত মশাইয়ের পুজোর মন্ত্র উচ্চারণের সাথে ভক্তি সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন পুজো কমিটির সভাপতি প্রবীণ সমাজসেবী ও রাজনীতিবিদ শ্রী প্রদীপ ঘোষ। এই ঐতিহ্যবাহী পুজো সম্পর্কে সন্তোষ মিত্র স্কোয়ার এর সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, গতবছর থেকে চলা করোনা অতিমারীর প্রভাবে সাধারণ মানুষ ২০২০ সালে অনুষ্ঠিত পুজো মণ্ডপে প্রবেশ করতে

বিলকিস পারভিন চ্যাটার্জির পরিকল্পনায় ফ্যাশন মডেলিং শো'র গ্র্যান্ড ফিনালে

Image
শ্রীজিৎ চট্টরাজ / গোপাল দেবনাথ: কলকাতা: রবীন্দ্রনাথ শেষের কবিতায় বলেছেন, 'ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। যারা নিজেদের মন রেখে চলে, ষ্টাইল তাদেরই। দশের মন রেখে যারা চলে ফ্যাশন তাদের।' জনপ্রিয় এক প্রবাদ ও আছে, আপ রুচি খানা, পর রুচি পড়না । এই প্রবাদ বাক্য কবে থেকে মানুষ মেনে এসেছে তার দিনক্ষণ নির্ধারিত এখনও হয়নি। তবে হোমিনিও প্রজাতির মানুষ সেই আদি যুগ থেকেই খানাপিনা বা পোশাকের ক্ষেত্রে ধারাবাহিক চল শুরু করে তা এখন প্রমাণিত। প্রাচীন মিশরে এক সমাধিতে মিলেছে তারখান নামে এক পোশাক। হয়তো সে পোশাক তন্তুজ বা কোনও প্রাণীর ত্বকে তৈরি। তবে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যানা জোনস বলেছেন, সে যুগে স্টাইল বা ফ্যাশনে অভ্যস্ত ছিল ধনী শ্রেণীর মানুষেরাই।  এরপর সময় বদলেছে। এখন স্টাইল বা পোশাক শুধু বিত্তবানের সম্পদ নয়। আম আদমিও তাঁদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। বিষয়টি এখন চরম পেশাদারিত্বের পর্যায়ে চলে গেছে। তাই চাহিদা বেড়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার। কিন্তু আর্থিক অক্ষমতায় অনেকেই সেই প্রশিক্ষণ নিতে পারে না। মুস্কিল আসানের দায় নিয়েছেন নতুন প্রজন্মের নারী উদ্যো

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচন

Image
গোপাল দেবনাথ , কলকাতা: সারা বিশ্বেই সাংবাদিকরা প্রশাসন বিরোধী সত্যকথা প্রকাশ করলেই সেই সাংবাদিকদের উপর অত্যাচারের খাঁড়া নেমে আসে এমন কি হত্যা পর্যন্ত করা হয় আমাদের দেশ ও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি আফগানিস্তান সহ বিশ্বের নানা প্রান্তে সাংবাদিকদের হত্যা করা হয়েছে বলে খবরে প্রকাশ। যদিও এই পেশার অর্থাৎ মিডিয়ার লোকজনদের বলা হয়ে থাকে গণতন্ত্রের চতুর্থস্তম্ভ। এটা নামেই মনের শান্তির জন্য যথেষ্ট।  আমাদের দেশের সাংবাদিকরা প্রশাসন বিরোধী বা দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলে বহু সাংবাদিকের প্রাণ অকালে চলে গেছে। আমরা সাংবাদিকরা যে কোনো ভাবেই সুরক্ষিত নই তার ভুড়িভুঁড়ি প্রমান আছে। আমাদের দেশে সাংবাদিকদের অধিকারের কথা বলে যে কয়টি সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।  এই সংগঠন রাখি বন্ধন উৎসবের শুভ দিনে  মধ্য কলকাতার সুবর্ণ বণিক সমাজ হল এ ৪৩ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করেন। আজকের সভায় বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ করা হয়। করোনা অতিমারীর কারণে গত বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা সম্ভবপর হয় নি বলে জানালেন সংস্থার সম্পাদক রাহুল গোস্বামী। আজকের এই সাধারণ সভা সরকারি বিধি অনুযায়ী আয়ো

হারিয়ে যাওয়া চশমা পাওয়ার জন্য ফেসবুকে পোষ্ট

Image
কুতুবউদ্দিন মোল্লা ,বাসন্তী: টাকা পয়সা কিংবা সোনার গহনা হীরেও নয়। হারিয়ে গিয়েছে একটি চশমা মাত্র। হয়তো পুণরায় চশমা তৈরী করে নেওয়ার সুযোগও রয়েছে। কিন্তু সেটা সময় সাপেক্ষ। আর এই চশমা ছাড়া এক পা ও তাঁর কোথাও নড়া চড়া কিংবা লেখালিখি, পড়াশোনা করার ক্ষমতা নেই। সেই চশমা হারিয়ে শোকে পড়েছেন প্রত্যন্ত সুন্দরবনের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট প্রাবন্ধিক প্রভূদান হালদার।জানা গিয়েছে,  বৃহষ্পতিবার বাসন্তী বাজারে গিয়েছিলেন বাজার করতে। সেই সময় অসাবধান বশত প্রভুদান বাবু তাঁর চশমা টি হারিয়ে ফেলেন। বাড়িতে এসে জামার পকেট হাতড়াতে মনে পড়ে চশমার কথা। পকেটে চশমা নেই। বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। অগত্যা চশমা ফিরে পাওয়ার জন্য উদ্যোগ নেন সুন্দরবনের ওই প্রাবন্ধিক।শুক্রবার সকালে হাতের কাছে মোবাইল ফোন নিয়ে হারিয়ে যাওয়া চশমা ফিরে পাওয়ার জন্য ফেসবুকে একটি পোষ্ট করেন।সেই পোষ্ট ঘিরে ইতিমধ্যে কৌতুহল তৈরী হয়েছে।একাধিক শেয়ার ও কমেন্ট করা হয়েছে পোষ্টটিতে। কিন্তু হারিয়ে যাওয়া চশমা হাতের নাগালের বাইরে। এখনও অবধি পাওয়া যায়নি হারিয়ে যাওয়া চশমা। তবে প্রভুদান বাবুর বিশ্বাস তিনি তাঁর চশমা ফিরে পাবেন।তিনি

সুন্দরবনে বাঘের সঙ্গে দুঃসাহসীক লড়াইয়ে বিজয়ী বীরাঙ্গনার সম্বর্ধনা

Image
গোপাল দেবনাথ : কলকাতা: আজ ১৫ই আগস্ট আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই দিবস কে কেন্দ্র করে আমাদের সকলের জীবনে নেমে এসেছে স্বাধীনতার আনন্দ। আজ স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। প্রথম গানটি ছিল 'ও আমার দেশের মাটি' তার পরবর্তী গান ছিল 'উঠো গো ভারতলক্ষ্মী'। এর পরেই সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সঞ্জীব আচার্য্য, সম্পাদক, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন।তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন," আমাদের সংগঠনের লক্ষ্য হলো থ্যালাসেমিয়া মুক্ত দেশ গঠন করা। কোনো মায়ের কোল যেন অকালে খালি না হয়ে যায় সেই উদ্যেশ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আমাদের এই সংগঠন। "এরপর চিন্ময়ী ভারতমাতাকে নানা উপাচারে বরণ করা হয়। বেজে ওঠে ঢাক, শঙ্খের মঙ্গল ধ্বনিতে পুণ্য হয়ে ওঠে সভাগৃহ। এর পরবর্তী পর্যায়ে একে একে নানা প্রান্তিক এবং খেটে খাওয়া মায়েদের হাতে বস্ত্র তুলে দেন চিন্ময়ী ভারতমাতা।  তবে আজকের দিনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক হাড় হিম করা দুঃসাহ

পাইকপাড়া ৩১ পল্লীর দুর্গাপুজো কমিটির ৬৮ তম বর্ষের খুঁটি পুজো

Image
গোপাল দেবনাথ : কলকাতা। উত্তর কলকাতার পাইকপাড়া ৩১ পল্লীর দুর্গাপুজো এই বছর ৬৮ তম বর্ষে পদার্পন করলো। আগামী অক্টোবর মাসে দুর্গা মায়ের স্বপরিবারে মর্তে আগমন উপলক্ষে আজ অর্থাৎ ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবসে ৩১ পল্লীর সদস্যরা খুঁটি পুজোর আয়োজন করেছিলেন। করোনা অতিমারী বিধি মাথায় রেখে খুঁটি পুজোর অনুষ্ঠান খুব জাঁকজমক পূর্ণ না হলেও আন্তরিকতার অভাব ছিলো না। অনুষ্ঠান মঞ্চে ৭৫ তম স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য রাখেন এবং ৩১ পল্লীর পুজোর সাফল্য কামনা করেন ৪ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর গৌতম হালদার। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পুজো ফোরামের যুগ্ম সম্পাদক কৃষ্ণ পাল এবং সুমিত ব্যানার্জী। এ ছাড়াও ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান গৌতম হালদার, পুজো কমিটির সেক্রেটারি গোপাল ঘোষ, পরাগ বোস, রাহুল হালদার, পুজো কমিটির সভাপতি সৌমিক ব্যানার্জী এবং কার্যকারী কমিটির সদস্য দিব্যেন্দু সরকার। এই পুজো কমিটির যুব সদস্যদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। এই পুজো কমিটির সাথে কো অর্ডিনেটর গৌতম হালদার এর নিবিড় যোগাযোগ তার আগমনেই টের পাওয়া যায়।

স্বাধীনতার দিবস উদযাপনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বিশেষ স্মারক মুদ্রা প্রকাশিত

Image
গোপাল দেবনাথ, কলকাতাঃ  শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ভারতীয় স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করলো। এই স্মারক মুদ্রার একদিকে যেমন বলা হয়েছে স্বাধীন ভারতের কথা, অন্যদিকে ভারতীয় স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপনের কথা মুদ্রিত হয়েছে।এর মূল ভাবনায় উঠে এসেছে বর্তমান পেক্ষাপটে স্বাধীনতার কথা। সেলিব্রেটিং ফ্রিডম' স্মারক মুদ্রা প্রকাশ করলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ যাঁর কাজ মুক্ত সমাজের বার্তা বহন করে এবং নৃত্যশিল্পী-সমাজকর্মী অলকানন্দা রায় যিনি নানা ফৌজদারি অপরাধের সাথে জড়িত, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মানুষের অস্থির মনকে মুক্ত করেছেন তাঁর সৃষ্টিশীল কাজের মাধ্যমে, তাঁদের উপস্থিতিতে। " ভারতীয় স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে", বললেন গৌতম ঘোষ। এই বিষয়ে তিনি আরো বললেন," 'স্বাধীনতা উদযাপন' ​​আমাদের জীবনে অনেক দায়িত্ব বোধ আসে আমাদের তার মর্ম সঠিকভাবে বুঝতেও হবে। " অলকানন্দা রায় বলেন, "আমি এখানে থাকতে পেরে খুব আনন্দিত। " তিন

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রায় পরিবারের সহায়তায় রক্তদান শিবির পালন

Image
গোপাল দেবনাথ , কলকাতা:   গত ১৪ আগস্ট ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রায় পরিবারের সহায়তায় বিশিষ্ট প্রয়াত সাংবাদিক রনি রায়ের স্মরণে স্বেচ্ছা রক্তদান শিবির ও চোখ ধাঁধানো আলোকচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। কুণালবাবু বিশিষ্ট সাংবাদিক রনি রায় সম্বন্ধে অনেক অজানা কথা উপস্থিত সকলের সাথে ভাগ করে নেন এবং বলেন রনি মানুষের জন্য সব সময় পাশে থাকতেন। কুণালবাবু আরো বলেন রনিকে নিয়ে বিগত দিনে আরও অনেক কিছু করার কথা আর সব কাজেই উনি রায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।সর্বশেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন বেঙ্গল অলিম্পিক ফেডারেশনের মাননীয় বাবুন ব্যানার্জি। তিনি ভবিষ্যতে রনিকে নিয়ে অনেক কিছু নতুন পরিকল্পনা করেন এবং বলেন সব সময় সব কাজের মধ্যে উনি রায় পরিবারের সাথে এবং পাশে থাকবেন। তার প্রধান কারণ রায় পরিবারকে উনি নিজের পরিবার বলেই মনে করেন। এই  স্মরণ সভার অনুষ্ঠানে অন্যান্য যে সকল বিশিষ্ট  ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন উত্তর কলকাতার ছাত্রপরিষদের অনিন্দ্য রাউৎ, তৃণমূল নেতা সঞ্জয় বক্সী,

ভ্যাক্সিণ নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপান উতোর, বিজেপি নেতৃত্ব দেখা করলেন মূখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে

Image
সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :- কোভিড ভ্যাক্সিণ নিয়ে গোটা রাজ্যে রাজনীতি উত্তাল। একদিকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্র সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম ভ্যাক্সিণ পাঠানোর জন্য বিভিন্ন সময়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে রাজ্য। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের অভিযোগ সরকারের পরিকাঠামোর অভাবে চরম দুর্ভোগ এর রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব জানায়  প্রথম দিন থেকে তারা ভ্যাক্সিণ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।তাদের অভিযোগ যে মিথ্যা নয় তার সব থেকে বড় প্রমাণ দেবাঞ্জণ কান্ড। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে দেবাঞ্জণ কাণ্ডের সরকারের কেউ জড়িত থাকার কোন প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। বিষ্ণুপুর সাংগঠনিকএর নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধি দল বিষ্ণুপুর মূখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে দেখাকরে তাঁকে জানান সাধারণ মানুষ ভ্যাক্সিণ নিতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।পাশাপাশি জেলার বহু জায়গায় বিজেপি কার্যকর্তা সহ সাধারণ সমর্থক দের ভ্যাক্সিণ এর তালিকায় নাম থাকলেও নাম কেটে দেওয়া হয়েছে।বিজেপি নেতৃত্ব জানান গোটা জেলায় যাতে এই নোংরা রাজনীতি বন্ধ হয় এবং প্রতিটি মানুষ যা

বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে "পশ্চিমবঙ্গ বাঁচাও" অভিযান পালন

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া:- বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে শুরু হয়েছে " পশ্চিমবঙ্গ বাঁচাও " কর্মসূচি।এই কর্মসূচির সূচনা হয় গত 9ই আগষ্ট।কর্মসূচি চলবে 11 ই আগস্ট  পর্যন্ত।  9ই   আগস্ট থেকে 16 আগস্ট কোনোদিন কি কি কর্মসূচি পালন করতে হবে তা লিখিত ভাবে রাজ্য দফতর থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে সাংগঠনিক শক্তি অনুযায়ী কর্মসূচি পালন করা হচ্ছে।কোথাও কোথাও বিজেপির  কর্মসূচি পালন করতে বাধার মুখে পড়তে হয়েছে বলে বিজেপি সুত্রে জানা গেছে।বিজেপি নেতৃত্ব জনিয়েছেন শাসক দল তৃণমূল পুলিশ ও প্রশাসন কে ব্যবহার তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। বিজেপি সুত্রে জানা গেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক এর মশাল মিছিল আটকে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে।  বিষ্ণুপুর সাংগঠনিক এর পক্ষ থেকে কর্মসূচির তৃতীয় দিনে জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সোনামুখী বিধানসভার প্রায় সমস্ত অঞ্চলে বৃক্ষরোপণ করা হয় এবং কিছু গাছের চারাও এলাকার কর্মী দের হাতে তুলে দেওয়া হয়।এই কর্মসূচির নেতৃত্ব দেন  বিজেপি নেতা তথা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী সহ বিজেপির বিভিন্ন ক

তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামাল দিতে না পেরে বিধানসভা ছেড়ে পালিয়ে গেলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

Image
তাপস মণ্ডল, হুগলি : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। ভোট মিটতে না মিটতেই ফের বলাগড়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের দলীয় কোন্দল।বলাগড় বিধানসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বিবাদের জেরে বলাগড় কেন্দ্র ছেড়ে কলকাতায় ফিরতে বাধ্য হলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসিন্দা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। একুশের বিধানসভা সাহিত্যিক মনোরঞ্জনবাবুকে হুগলী জেলার বলাগড় কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের অসীম মাজি। জয়ের পর থেকেই অসীম-মনোরঞ্জন দ্বন্দ্ব শুরু হয় বলে অভিযোগ ওঠে। যা নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় বলাগড় তৃণমূলের অন্দরে। সম্প্রতি, বিষয়টি চরমে ওঠে জিরাট কলেজের ফ্লেক্স টাঙানো ঘিরে। যা নিয়ে ক্ষুব্ধ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সরাসরি ফেসবুক লাইভ করে দলের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। বলাগড়ের পুরনো তৃণমূলের নেতাদের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে বলেও দাবি করেন বিধায়ক। সেই সঙ্গে অভিযোগ করে মনোরঞ্জনবাবু আরও বলেন, তাঁকে হারাতে আসাওরে নেমেছিলেন অসীম মাজি। প্রাক্তন বিধায়কের এলাকা থেকে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থী। এই

মানব সেবায় রোটারী ক্লাব গার্ডেনরিচ

Image
সমীরণ দাস, কলকাতা: করোনা অতিমারি হোক বা বিন্যাত্রান মানুষের সেবায় হাজির রোটারী ক্লাব গার্ডেনরিচ। এবার মানব সেবার উদাহরণ তুলে ধরলেন ক্লাবের সদস্যরা। উপস্তিত হয়েছিলেন কোলাঘাট নিকটবর্তী অমর সেবা সংঘ বৃদ্ধাবাসে।উপস্তিত হয়ে বৃদ্ধাবাস কতৃপক্ষের হতে তুলে দিলেন চাল, ডাল,ভোজ্য তেল ,মুড়ি, চানাচুর, ছোলা বাদাম সহ এক মাসের খাদ্য সামগ্রী। রোটারী ক্লাব গার্ডেনরিচের সদস্যরা সারাদিন কাটান এই বৃদ্ধাবাসে এবং কতৃপক্ষের অনুরোধে দুপুরের খাবার একসাথে খান আবাসিকদের সাথে। আনন্দিত হয়ে দুহাত তুলে সমবেতভাবে আশীর্বাদ করেন রোটারী ক্লাব গার্ডেনরিচের সদস্যদের।এইবার রোটারী ক্লাব গার্ডেনরিচের সাথে মানবসেবায় এগিয়ে এসেছিল স্বয়াম স্বেচ্ছাসেবী সংস্থা। 

ডিজিটাল আর্কাইভে গানের বনফুল ফিরোজা বেগম

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ তাঁর বয়স তখন এগারো বা বারো কলকাতার এইচ.এম.ভি স্টুডিওতে ভাই আর মামার সাথে এসেছিলেন গানের অডিশন দিতে।রিহার্সালের ঘরে দেখা মিলল ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি,মাথায় টুপি,চোখে সোনালি ফ্রেমের চশমা পড়া এক ব্যক্তির।তিনি মন দিয়ে তাঁর গান শুনলেন।সেদিন সেই বালিকার নিবেদনে ছিল 'যদি পরাণে না জাগে আকুল পিয়াসা', পরে দ্বিজেন্দ্রলাল রায়ের 'কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন'।সেই ব্যক্তি গান শুনে তারিফ করে বলেন 'তোমরা দেখো এই মেয়ে একদিন খুব ভালো গাইয়ে হবে'।সেই ছোট্ট মেয়েটি ছিলেন ফিরোজা বেগম,আর মামা পরে মেয়েটিকে জানালেন যিনি এতক্ষণ তাঁর গান শুনলেন তিনি স্বয়ং কাজী নজরুল ইসলাম।বাকিটা ইতিহাস! নজরুল গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হলো ওঁনার জন্মদিনে, ২৮ জুলাই। এই দিন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ফিরোজা বেগম  আর্কইভ (www.ferozabegum.com)।এই আয়োজনের নেপথ্যে শিল্পীর ভাইঝি বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস এবং তাঁর পরিবার। কি,কি রয়েছে এই ডিজিটাল আর্কাইভে? শুরুতেই জীবণী,পুরস্কারের তালিকা, থাকছে গানের ভান্ডার।নজরুলের গান

দুয়ারে সরকারের আগেই দুয়ারে দুয়ারে ফর্ম বিতরন তৃণমূল কর্মীদের

Image
আজিম সেখ, বীরভূম: রাজ্য সরকারের ঘোষণা মতই শুরু হতে চলেছে সারা রাজ্য জুড়ে ১৬ই আগস্ট থেকে দ্বিতীয় ফেজের দুয়ারের সরকার। এই দুয়ারে সরকারে মানুষ যে সমস্ত পরিষেবাগুলি পাবেন সেগুলি হল স্বাস্থ্য সাথী, রেশন কার্ড সংক্রান্ত বিষয়, কৃষক বন্ধু প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় বাংলা প্রকল্প, মানবিক প্রকল্প, জয় জহর প্রকল্প , আরো বেশ কিছু প্রকল্প থাকবে। এছাড়াও রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার।এই সমস্ত প্রকল্প মানুষ যাতে সহজে পায় তার জন্য পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কর্মীরা। এলাকার মানুষকে বিনা পয়সায় বাড়িতে গিয়ে দিয়ে আসছেন ফর্ম ।এমনই ঘটনা চোখে পড়ল বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রামে। কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান নিয়ামত শেখ জানান  মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি চালু করেছেন সেসব প্রকল্পগুলির কোন বিকল্প হয় না। এটা জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব।তাই আজ আমরা নিজের নিজের এলাকার সমস্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দ

বাঁকুড়ার রাইপুরে উৎযাপিত হল " বিশ্ব আদিবাসী দিবস ২০২১"

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া : - রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলায় উদযাপিত হলো "বিশ্ব আদিবাসী দিবস" ।জেলার রাই পুরের " গড় রাইপুর উচ্চ বিদ্যালয়" প্রাঙ্গণে কভিড বিধি মেনে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্টান ।এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতি জত্স্না মাণ্ডি , জেলাশাসক রাধিকা, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন সরকারী আধিকারিক বৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক মাননীয় অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু।