মানব সেবায় রোটারী ক্লাব গার্ডেনরিচ

সমীরণ দাস, কলকাতা: করোনা অতিমারি হোক বা বিন্যাত্রান মানুষের সেবায় হাজির রোটারী ক্লাব গার্ডেনরিচ। এবার মানব সেবার উদাহরণ তুলে ধরলেন ক্লাবের সদস্যরা। উপস্তিত হয়েছিলেন কোলাঘাট নিকটবর্তী অমর সেবা সংঘ বৃদ্ধাবাসে।উপস্তিত হয়ে বৃদ্ধাবাস কতৃপক্ষের হতে তুলে দিলেন চাল, ডাল,ভোজ্য তেল ,মুড়ি, চানাচুর, ছোলা বাদাম সহ এক মাসের খাদ্য সামগ্রী। রোটারী ক্লাব গার্ডেনরিচের সদস্যরা সারাদিন কাটান এই বৃদ্ধাবাসে এবং কতৃপক্ষের অনুরোধে দুপুরের খাবার একসাথে খান আবাসিকদের সাথে। আনন্দিত হয়ে দুহাত তুলে সমবেতভাবে আশীর্বাদ করেন রোটারী ক্লাব গার্ডেনরিচের সদস্যদের।এইবার রোটারী ক্লাব গার্ডেনরিচের সাথে মানবসেবায় এগিয়ে এসেছিল স্বয়াম স্বেচ্ছাসেবী সংস্থা। 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক