ভ্যাক্সিণ নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপান উতোর, বিজেপি নেতৃত্ব দেখা করলেন মূখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে

সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :- কোভিড ভ্যাক্সিণ নিয়ে গোটা রাজ্যে রাজনীতি উত্তাল। একদিকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্র সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম ভ্যাক্সিণ পাঠানোর জন্য বিভিন্ন সময়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে রাজ্য। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের অভিযোগ সরকারের পরিকাঠামোর অভাবে চরম দুর্ভোগ এর রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব জানায়  প্রথম দিন থেকে তারা ভ্যাক্সিণ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।তাদের অভিযোগ যে মিথ্যা নয় তার সব থেকে বড় প্রমাণ দেবাঞ্জণ কান্ড। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে দেবাঞ্জণ কাণ্ডের সরকারের কেউ জড়িত থাকার কোন প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। বিষ্ণুপুর সাংগঠনিকএর নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধি দল বিষ্ণুপুর মূখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে দেখাকরে তাঁকে জানান সাধারণ মানুষ ভ্যাক্সিণ নিতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।পাশাপাশি জেলার বহু জায়গায় বিজেপি কার্যকর্তা সহ সাধারণ সমর্থক দের ভ্যাক্সিণ এর তালিকায় নাম থাকলেও নাম কেটে দেওয়া হয়েছে।বিজেপি নেতৃত্ব জানান গোটা জেলায় যাতে এই নোংরা রাজনীতি বন্ধ হয় এবং প্রতিটি মানুষ যাতে ভ্যাক্সিণ পায় সেই বিষয়ে মূখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে কথা বলেন।বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যম কে জানায় যে জেলায় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের প্রয়োজনে গোটা জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিজেপি। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো