পাইকপাড়া ৩১ পল্লীর দুর্গাপুজো কমিটির ৬৮ তম বর্ষের খুঁটি পুজো

গোপাল দেবনাথ : কলকাতা। উত্তর কলকাতার পাইকপাড়া ৩১ পল্লীর দুর্গাপুজো এই বছর ৬৮ তম বর্ষে পদার্পন করলো। আগামী অক্টোবর মাসে দুর্গা মায়ের স্বপরিবারে মর্তে আগমন উপলক্ষে আজ অর্থাৎ ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবসে ৩১ পল্লীর সদস্যরা খুঁটি পুজোর আয়োজন করেছিলেন। করোনা অতিমারী বিধি মাথায় রেখে খুঁটি পুজোর অনুষ্ঠান খুব জাঁকজমক পূর্ণ না হলেও আন্তরিকতার অভাব ছিলো না। অনুষ্ঠান মঞ্চে ৭৫ তম স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য রাখেন এবং ৩১ পল্লীর পুজোর সাফল্য কামনা করেন ৪ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর গৌতম হালদার। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পুজো ফোরামের যুগ্ম সম্পাদক কৃষ্ণ পাল এবং সুমিত ব্যানার্জী। এ ছাড়াও ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান গৌতম হালদার, পুজো কমিটির সেক্রেটারি গোপাল ঘোষ, পরাগ বোস, রাহুল হালদার, পুজো কমিটির সভাপতি সৌমিক ব্যানার্জী এবং কার্যকারী কমিটির সদস্য দিব্যেন্দু সরকার। এই পুজো কমিটির যুব সদস্যদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। এই পুজো কমিটির সাথে কো অর্ডিনেটর গৌতম হালদার এর নিবিড় যোগাযোগ তার আগমনেই টের পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো