বাঁকুড়ার রাইপুরে উৎযাপিত হল " বিশ্ব আদিবাসী দিবস ২০২১"
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া : - রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলায় উদযাপিত হলো "বিশ্ব আদিবাসী দিবস" ।জেলার রাই পুরের " গড় রাইপুর উচ্চ বিদ্যালয়" প্রাঙ্গণে কভিড বিধি মেনে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্টান ।এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতি জত্স্না মাণ্ডি , জেলাশাসক রাধিকা, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন সরকারী আধিকারিক বৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক মাননীয় অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু।
Comments
Post a Comment