Posts

Showing posts from March, 2021

অভিনেতা অমিতাভ গাঙ্গুলি’র স্বল্পমূল্যের অভিনয় শিক্ষা কেন্দ্র “মেইনস্ট্রিম"

Image
  গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ মার্চ ২০২১। কলকাতায় কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় অভিনয় শিক্ষার কেন্দ্র আছে। এ ছাড়াও বহু প্রাইভেট অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ও আছে। বহু ছাত্র ছাত্রীর অভিজ্ঞতা বহু অর্থ ব্যয় করেও সঠিক শিক্ষা লাভ হয় না। এখন আমি যার কথা বলবো তিনি হলেন দীর্ঘদিনের সু অভিনেতা অমিতাভ গাঙ্গুলি। এই অভিনেতার গলার স্বর ও অত্যন্ত সুন্দর। অমিতাভ নিজে অভিনয় করেই সন্তুষ্ট হতে চায়নি। সে চেয়েছে একটি সংস্থা স্থাপন করে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে নতুন ছেলে মেয়েদের অভিনয় শেখাতে। অমিতাভ'র অভিনয় শিক্ষন কেন্দ্রের নাম "মেইনস্ট্রিম" ওর সংস্থা পথ চলা শুরু করেছিল ২০১৫ সালের শুরুতে। এই সংস্থা ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পা রাখলো। এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি সংস্থা। কেবলমাত্র অভিনয় শিখিয়েই ক্ষান্ত হয়নি মেইনস্ট্রিম সেই সাথে বিউটি ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তে কাজ করে চলেছে  এই সংস্থা। সকলের প্রিয় অভিনেতা ও বাচিক শিল্পী অমিতাভ দেখছেন অভিনয় ও বাচিক শিল্পের বিষয়গুলো। বিশিষ্ট বিউটি এবং মেকআপ এক্সপার্ট মালবিকা গাঙ্গুলী দেখছেন বিউটি এবং মেকআপ এর বিষয়গুলো। মেইনস্ট্রিমে নানান ধরণের কোর্স

পি এন্ড সি গ্রুপ শুরু করতে চলেছে এই প্রথম কলকাতা সহ রাজ্যে ফ্যাশন ক্লাব ও গ্রুমিং একাডেমী

Image
  গোপাল দেবনাথ : কলকাতা, ২১ মার্চ ২০২১। আগামী মে মাস থেকে পি এন্ড সি গ্রুপ শুরু করতে চলেছে এই প্রথম কলকাতায় ফ্যাশন ক্লাব ও গ্রুমিং একাডেমী। সেই একাডেমী র কার্টেন কাটেন উদ্ভোধন হলো কলকাতার হায়াৎ রিজেন্সি  হোটেলে।এই ফ্যাশন ক্লাবের কার্টেন রেজার উদ্বোধন করেন বিখ্যাত মডেল ও অভিনেত্রী রিচা শর্মা, অভিনেত্রী ও গ্রুমার পায়েল মুখোপাধ্যায় এবং  হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর সুজয় বিশ্বাস এবং পি এন্ড সি গ্রুপের কর্ণধার বিলকিস পরভিন চ্যাটার্জী। উপস্থিত সকলেই বিলকিসের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে পি এন্ড সি গ্রুপের প্রধান বিলকিস পরভিন চ্যাটার্জী জানালেন, আমরা এই বছর জানুয়ারী মাসে আমরা প্রথম আমাদের বিভিন্ন মডেলদের নিয়ে ২০২১ ক্যালেন্ডার লঞ্চ করি। নাম দেওয়া হয় “পি এন্ড সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল ২০২১। আমাদের পরবর্তী প্রজেক্ট হলো মে মাস থেকে আমরা শুরু করতে চলেছি  ফ্যাশন ক্লাব ও একাডেমি। কলকাতায় ভালো ফ্যাশন , মডেলিং, অভিনয়ের গ্রুমিং স্কুল প্রায় নেই বল্লেই চলে, যা আছে মুম্বাই অথবা পুনে বা দিল্লি তে। তাই আমাদের এখানকার ভালো ভালো ছেলে মেয়েরা সুযোগ পায়না ভাল

“টাকা নাও আঁচলে, ভোট দাও জোড়া ফুলে” – লিখে ভোট প্রচার তৃণমূলের

Image
নিজস্ব প্রতিবেদন, হুগলীঃ আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভোট প্রচারে মত্ত বিভিন্ন রাজনৈতিক দল। মিছিল, মিটিং থেকে শুরু করে দেওয়াল লিখনের মাধ্যমে চলছে ভোটের প্রচার পর্ব। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম লিখে ভোটারদের উদ্দেশ্যে দেওয়ার লিখন চলছে জোরকদমে। এবার টাকা নিয়ে তৃণমুলে ভোট দেওয়ার কথা লিখে দেওয়াল ভরাটের চিত্র দেখা গেলো হুগলির গুড়াপ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। সেখানে লেখা রয়েছে “টাকা নাও আঁচলে, ভোট দাও জোড়া ফুলে”। পাশে রয়েছে বাংলা আবার নিজের মেয়েকেই চাই লেখা পোস্টারও। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার কথা লেখা দেওয়ালকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দলীয় জনসভার মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণে শোনা গিয়েছিল “টাকা দিতে চাইলে নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়াফুলে” কথাটি। আর সেই কথাই এবার দেওয়ালে লিখে ভোট প্রচারে সরব বাংলার শাসকদল তৃণমূল।

বিধান শিশু উদ্যানে জমজমাট বিধান বইমেলা

Image
  গোপাল দেবনাথ,  কলকাতাঃ বিধান শিশু উদ্যানে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড এবং বিধান মেমোরিয়াল কমিটি আয়োজিত বিধান বইমেলা শুরু হয়েছে গত ৫ই মার্চ থেকে চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। এই মেলা কে কেন্দ্র করে প্রতিদিন নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা উদ্যানের ছাত্র ছাত্রীদের যোগ ব্যায়াম প্রদর্শন, নৃত্যানুষ্ঠান ও সংগীতানুষ্ঠান সব কিছুই একই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রাঙ্গনে সুন্দর খোলামেলা প্রাকৃতিক পরিবেশে পৌঁছে গিয়ে বুকভরে অক্সিজেন নিন। এই মেলায় সর্বমোট ৪২টি নামিদামি প্রকাশনা সংস্থা থেকে ২০% ছাড়ে নিজের এবং পরিবারের পছন্দের বই কিনতে পারবেন। সাথে পরিবারের ছোটদের নিয়ে গেলে বই কেনার আনন্দ দ্বিগুন হতে বাধ্য। আর একদিনে ১০০০/- টাকার বই কেনা হয়ে গেলেই উদ্যোক্তাদের কাছ থেকে পেয়ে যাবেন সুদৃশ্য ও কাজের ফাইল কভার। বই কেনার সাথে সাথে নানান ধরণের সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন। হাতে গরম পিঠে পুলি খেতে পারেন। দাম সাধ্যের মধ্যে। ইচ্ছে করলে তৈরি করার পদ্ধতিও দেখে শিখে নিতে পারেন। আশাকরা যায় বিধান বইমেলা একবার দেখলে পরিবেশের কারণে বারবার যেতে ইচ্ছে করবে। আর দেরি না করে এই শহরের বুকে শিশু কিশো

কোগ্রামে মহাসমারোহ পালিত হলো ১২তম কুমুদ সাহিত্য মেলা

Image
  মোল্লা জসিমউদ্দিন : কোগ্রাম, মঙ্গলকোট, ৩ মার্চ ২০২১। 'বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল সেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে' পল্লিকবির কবিতার এই লাইন আপামর বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। বুধবার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে 'মধুকর' প্রাঙ্গণে চললো ১২ তম 'কুমুদ সাহিত্য মেলা'। গুনীজন সংবর্ধনা দেওয়া থেকে বাউলগান সহ কবিতা আবৃত্তি চললো। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো কবি সাহিত্যিক সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন জগতের মানুষজন এসেছিলেন কুমুদ সাহিত্য মেলায়। এ বছর কবি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় কে 'কুমুদ সাহিত্য রত্ন' , সঙ্গীতশিল্পী সোনালি কাজী কে 'নজরুল ইসলাম রত্ন',  শিক্ষাবিদ গৌতম তালুকদার কে 'বিধান রায় রত্ন', ইতিহাসবিদ সর্বজিত যশ কে 'সমীরণ চৌধুরী রত্ন', আইনজীবী আনসার মন্ডল কে 'নুরুল হোদা রত্ন', সাংবাদিক গোপাল দেবনাথ কে 'সমীর ভট্টাচার্য রত্ন' প্রাক্তন জাতীয় ভলিবলার দেব কুমার ঘোষ কে 'বর্ধমান রত্ন', চিকিৎসক ডক্টর শিশির বিশ্বাস কে 'রেজাউল করীম রত্ন', নাট্যকার গোরাচাঁদ সেনগুপ্

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প অবলম্বনে নাটক দৃষ্টিদান। কুমুদিনীর ডাক্তার স্বামী অবিনাশের ভুল চিকিৎসায় কুমুদিনীর দুই চোখ নষ্ট হয়ে গেলো

Image
  নিজস্ব প্রতিনিধি , কলকাতা: করোনা অতিমারীর প্রকোপ একটু কম হওয়া তে আমাদের রাজ্য সহ শহর কলকাতায় বিভিন্ন হলে শুরু হয়ে গেছে নানা ধরণের বিনোদন তার মধ্যে অন্যতম নাট্যচর্চা। কলকাতার বহু হল বা প্রেক্ষাগৃহে ইতিমধ্যে রমরমিয়ে চলছে নাটক বা থিয়েটার। আমাদের প্রিয় শহরে গত ১৮ই ফেব্রুয়ারি কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দক্ষিণ কলকাতা কলাকুশলীর নবতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প অবলম্বনে নাটক দৃষ্টিদান। কুমুদিনীর ডাক্তার স্বামী অবিনাশের ভুল চিকিৎসায় কুমুদিনীর দুই চোখ নষ্ট হয়ে গেলো।  কুমুদিনীর দাদা সুবিমল কুমুদিনীর অনিচ্ছা সত্বেও বড় ডাক্তার নিয়ে এলো তার চোখের চিকিৎসার জন্য। পতিভক্তির পরাকাষ্ঠায় কুমুদিনী বড় ডাক্তারের ঔষুধ গ্রহণ করলেন না। সংসারে অন্ধ স্ত্রী যাতে গলগ্রহ না হয় তাই অবিনাশের পিসিমা তার ভাইজি হেমাঙ্গিনীকে নিয়ে এলেন অন্ধ বৌয়ের দেখাশোনা করবার জন্য।  কালক্রমে হেমাঙ্গিনীকে বিয়ে করার আশায় অন্য অজুহাতে অবিনাশ বাড়ি ছাড়লেন।  কিন্তু হেমাঙ্গিনীর বিয়ে হলো কুমুদিনীর দাদা সুবিমলের সাথে।  অবিনাশ ও নিজের ভুল বুঝতে পেরে তার অন্ধ স্ত্রী কুমুদিনীকেই কাছে টেনে নিল। আদ্যপান্তে এই নাটকে চরম পতিভক

কলকাতায় হয়ে গেল মোদীর জীবনাশ্রিত হিন্দী চলচ্চিত্র এক ঔরনরেন-এর শুভ মহরত

Image
 নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই কিছু জ্বলন্ত প্রশ্নকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী-র জীবনাশ্রিত হিন্দী চলচ্চিত্র 'এক ঔর নরেন'-এর 'শুভ মহরত' হয়ে গেল কোলকাতা রাজভবন সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে। সঞ্জীবকুমার তিওয়ারি-র নাট্যরূপ অবলম্বনে স্বপন নস্কর-এর নিজস্ব সংস্থা 'স্বপ্নাশ্রী প্রোডাকশন'-এর প্রযোজনায় এবং মিলন ভৌমিক-এর পরিচালনায় শুরু হলো 'এক ঔর নরেন'।  'শুভ মহরত' অনুষ্ঠানে উপস্থিত থেকে  'এক ঔর নরেন'-এর  ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র চরিত্রে অভিনয়ের জন্য চিহ্নিত মহাভারত খ্যাত অভিনেতা গজেন্দ্র চৌহান। বিলে ওরফে নরেন্দ্রনাথ দত্ত রূপে দেশ তথা বহির্বিশ্বে আগেই প্রভূত সমাদৃত হয়েছেন কোলকাতার ভূমিপুত্র তথা পরমহংস রামকৃষ্ণদেব-এর স্নেহধন্য স্বামী বিবেকানন্দ। তাঁর জ্ঞান ও বাগ্মিতায় মুগ্ধ হয়েছিল বিশ্ব সংসার। দেশও তাঁকে সম্মান জানিয়ে তাঁর জন্মদিনকে 'জাতীয় যুব দিবস' ঘোষণা করেছে।  বহুবছর বাদে আর এক নরেন্দ্রনাথ-কে নিয়ে মেতেছে দেশ তথা দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী-কে নিয়ে এর আগে একটা চলচ্চিত্রও হয়ে গেছে, তা

গ্লিটার্স এন্টারটেইনমেন্ট ও দাস বৈরাগী ফিল্মসের যৌথ উদ্যোগে ছবি "দ্বীপান্তর"

Image
পরিচালনা - পলাশ বৈরাগী প্রযোজনা - নিজাম হাশমি কাহিনী - কলেজের পিকনিক এ ঘুরতে যাওয়া ই ছিল তাদের শেষ যাওয়া। কলেজ পড়ুয়া মনোজ ও আলিয়া লঞ্চ থেকে নদী তে পরে যায়। ফরেস্ট অফিসার রা অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পায় না। কেউ বলেছেন ওদের কুমিরে না হয় বাঘ এ খেয়েছে। আবার কেউ বলেছেন ওরা কোনো দ্বীপ এ হয়তো আছে। ছোটো থেকে বড় হয়ে ওঠা আরিয়ান প্রশ্ন করে তার ঠাকুমা কে, তার বাবা ও মা কোথায়। শেষ পর্যন্ত বাবার কলেজের প্রফেসর জানায় , কি ভাবে তাকে উদ্ধার করেছে এক নির্জন দ্বীপ থেকে। সেই দ্বীপ এ তার বাবা থেকে গেছে।  দ্বীপ এ থাকা অসহায় , দরিদ্র, ভাষা না জানা মানুষ গুলোই এখন তার পরিবার। ভাষা না জানা পরিবার দের সে কথা বলতে শিখিয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, রঞ্জন ভট্টাচার্য, সৌমেন দাস, মনোজ, আলিয়া, আরিয়ান প্রমুখ।