পি এন্ড সি গ্রুপ শুরু করতে চলেছে এই প্রথম কলকাতা সহ রাজ্যে ফ্যাশন ক্লাব ও গ্রুমিং একাডেমী
গোপাল দেবনাথ : কলকাতা, ২১ মার্চ ২০২১। আগামী মে মাস থেকে পি এন্ড সি গ্রুপ শুরু করতে চলেছে এই প্রথম কলকাতায় ফ্যাশন ক্লাব ও গ্রুমিং একাডেমী। সেই একাডেমী র কার্টেন কাটেন উদ্ভোধন হলো কলকাতার হায়াৎ রিজেন্সি হোটেলে।এই ফ্যাশন ক্লাবের কার্টেন রেজার উদ্বোধন করেন বিখ্যাত মডেল ও অভিনেত্রী রিচা শর্মা, অভিনেত্রী ও গ্রুমার পায়েল মুখোপাধ্যায় এবং হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর সুজয় বিশ্বাস এবং পি এন্ড সি গ্রুপের কর্ণধার বিলকিস পরভিন চ্যাটার্জী। উপস্থিত সকলেই বিলকিসের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে পি এন্ড সি গ্রুপের প্রধান বিলকিস পরভিন চ্যাটার্জী জানালেন, আমরা এই বছর জানুয়ারী মাসে আমরা প্রথম আমাদের বিভিন্ন মডেলদের নিয়ে ২০২১ ক্যালেন্ডার লঞ্চ করি। নাম দেওয়া হয় “পি এন্ড সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল ২০২১। আমাদের পরবর্তী প্রজেক্ট হলো মে মাস থেকে আমরা শুরু করতে চলেছি ফ্যাশন ক্লাব ও একাডেমি।
কলকাতায় ভালো ফ্যাশন , মডেলিং, অভিনয়ের গ্রুমিং স্কুল প্রায় নেই বল্লেই চলে, যা আছে মুম্বাই অথবা পুনে বা দিল্লি তে। তাই আমাদের এখানকার ভালো ভালো ছেলে মেয়েরা সুযোগ পায়না ভালো ভাবে কাজ শেখার। সেই কারণে আমরা এই প্রথম বার কলকাতায় পি এন্ড সি গ্রুপ একাডেমী খুলতে চলেছি। এক ছাতার তলায় সব রকম ট্রেনিং দেওয়া হবে এখানে। যেমন থাকবে ফ্যাশন, গ্রুমিং, মডেলিং, অভিনয়, মেক আপ, হেয়ার স্টাইল, স্টাইলিং সহ আরো অনেক কিছু। আমার এই একাডেমির সাথে রয়েছেন ওয়ার্ডব পাটনার মিনু শাড়ি, ভি এল সিসি, মেক আপ শিল্পী নাহিদ বেগম, স্টাইল এক্সপার্ট জন সেনগুপ্ত, সেলন পার্টনার (IQRA) অনিন্দিতা দাসগুপ্ত, অফিসিয়াল ফটোগ্রাফার ও মেন্টার উজ্জ্বল দত্ত ও অরিন্দম ভট্টাচার্য। সহযোগিতায় আছেন শুভঙ্কর শর্মা। অফিসিয়াল গ্রুমার, স্কিল, পারসোনালিটি ডেভেলপমেন্ট এই গুলির বিষয় ট্রেনিং দেবো আমি নিজেই। এখানে আমায় সহযোগিতা করবেন টিনা গৌর, সুমিত সুপু সাইফ আহমেদ। বিভিন্ন কোর্স থাকবে এই একাডেমীতে।এখানে যারা ট্রেনিং নেবেন ছেলে ও মেয়েরা সেই শিক্ষার্থীরা বিভিন্ন কাজের সুযোগ পাবেন কলকাতায় ও কলকাতার বাইরে সেই আশার স্বপ্ন দেখাছে পি এন্ড সি গ্রুপের ডিরেক্টর বিলকিস পরভিন চ্যাটার্জী।
Comments
Post a Comment