“টাকা নাও আঁচলে, ভোট দাও জোড়া ফুলে” – লিখে ভোট প্রচার তৃণমূলের


নিজস্ব প্রতিবেদন, হুগলীঃ আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভোট প্রচারে মত্ত বিভিন্ন রাজনৈতিক দল। মিছিল, মিটিং থেকে শুরু করে দেওয়াল লিখনের মাধ্যমে চলছে ভোটের প্রচার পর্ব। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম লিখে ভোটারদের উদ্দেশ্যে দেওয়ার লিখন চলছে জোরকদমে। এবার টাকা নিয়ে তৃণমুলে ভোট দেওয়ার কথা লিখে দেওয়াল ভরাটের চিত্র দেখা গেলো হুগলির গুড়াপ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। সেখানে লেখা রয়েছে “টাকা নাও আঁচলে, ভোট দাও জোড়া ফুলে”। পাশে রয়েছে বাংলা আবার নিজের মেয়েকেই চাই লেখা পোস্টারও।

তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার কথা লেখা দেওয়ালকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দলীয় জনসভার মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণে শোনা গিয়েছিল “টাকা দিতে চাইলে নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়াফুলে” কথাটি। আর সেই কথাই এবার দেওয়ালে লিখে ভোট প্রচারে সরব বাংলার শাসকদল তৃণমূল।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক