বিজেপির প্রচারে লোক ভরাটে নিজেদের কর্মীদের দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে: জ্যোতিপ্রিয় মল্লিক
স্বপন কুমার দাস,হাবরা (উত্তর ২৪ পরগনা) : বিজেপির মিটিং মিছিলে মানুষ যেতে চাইছে না তাই তাদের নিজেদের পরিবর্তন যাত্রায় নিজেদের কর্মীদের দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি দাবি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শনিবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় এই পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের ১৪১টি পরিবারকে নিঃশর্ত জমির দলিল প্রদান ও মতুয়া সম্প্রদায়ের প্রায় আড়াইশো মতুয়াভক্তকে গামছা ও ডংকা বিলির অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কি কাজ হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বলেন, একশো কুড়ি কোম্পানি কেন বারোশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক তাতে তৃণমূলের আখেরে লাভ হবে। পাশাপাশি অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বলেন, উনি তো নিজেই বলছেন বিজেপি নেতারা তাঁকে ভাসিয়েছেন। বিজেপির নেতারা একে অপরকে ফাঁসানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা যদি এরকম কারবারে ব্যস্ত থাকে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আরো কুড়ি বছর রাখতে হবে, এরপর তিনি পাগল হয়ে যাবেন। পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হবে।
Comments
Post a Comment